সু্পিম রায়ের পর থেকেই কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ কে হবে তামিনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী ? এবার তার অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ সূত্রের খবর আজই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন পালানিসামি ৷
বুধবারই রাজ্যপালের দেখা করেছেন পালানিসামি ও পনীরসেলভেম ৷ দু’জনেই রাজ্যপালের সঙ্গে বৈঠক করে জানিয়েছেন যে তাদেরকে সরকার গঠন করার জন্য ডাকা উচিৎ ৷ একদিকে পালানিসামি জানিয়েছেন, ১২৪জন বিধায়কের সমর্থন রয়েছে তার দিকে ৷ সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন থাকায় তাকেই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রাজ্যপাল আমন্ত্রণ জানাতে পারেন ৷ অন্যদিকে, পনীরসেলভেম জানিয়েছেন তার দিতে ৮ বিধায়কের সমর্থন রয়েছে ৷ পাশাপাশি শশীকলার বিরুদ্ধে বেশ কয়েকজন বিধায়ককে অপহরণ করে গোল্ডেন বে রিসর্টে আটকে রাখার অভিযোগ জানিয়েছেন তিনি ৷ আটক বিধায়করা তাকেই সমর্থন জানাচ্ছেন ৷ প্রথমে তাদের মুক্তি করে পরে পনীরসেলভেমকেই মুখ্যমন্ত্রী করা উচিৎ ৷
advertisement
এর আগে সু্পিম কোর্টের রায় না বেরনোর পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি রাজ্যপাল ৷ এখন সকলের নজরে তার দিকে ৷ কী পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যপাল সেই অপেক্ষায় তামিলনাড়ু ৷ তবে বিধায়কদের সমর্থন পালানিসামির দিকে থাকায় তাকেই সম্ভবত মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে ডাকবেন রাজ্যপাল ৷ সূত্রের খবর আজই শপথ নিতে পারেন পালানিসামি ৷