পয়লা এপ্রিল থেকে দাম বাড়তে চলেছে ব্রিটিশ থার্মাল ইউনিটের। প্রতি মিলিয় থার্মাল ইউনিটের দাম 2.89 ডলার থেকে বেড়ে 3.06 ডলারে দাঁড়াবে । আন্তর্জাতিক বাজারের দামের উপর ভিত্তি করেই প্রতি ছমাসে পরিবর্তিত হয় প্রাকৃতিক গ্যাসের দাম। আমেরিকা, কানাডার গ্যাসের গড় দামের উপর ভিত্তি করেই উঠানামা করে গ্যাসের দাম । গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের ও ইউরিয়ার দামও বাড়বে।
advertisement
বর্তমানে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৬৮৯, কলকাতায় ৭১১, মুম্বইতে ৬৬১ ও চেন্নাইয়ে ৬৯৯.৫০ টাকা ৷ অন্যদিকে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম দিল্লিতে ৪৯৩.০৯ টাকা, কলকাতায় ৪৯৬.০৭ টাকা, মুম্বইয়ে ৪৯০.৮০ টাকাও চেন্নাইয়ে ৪৮১.২১ টাকা ৷এবার গ্যাসের মূল্যবৃদ্ধি হলে তা ২০১৬ সালের এপ্রিল-সেপ্টেম্বরের পরে হবে সর্বোচ্চ ৷
পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।