পেনশন তুলতে গিয়ে বা পেনশনের স্ট্যাটাস জানতে সমস্যার মুখোমুখি হন বহু প্রবীণ ৷ সেই সমস্যা সমাধানের জন্যই বুধবার একটি অনলাইন পোর্টালের উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷
http://www.cpao.nic.in এই ওয়েবসাইটে লগ ইন করে নিজের PPO নম্বর দিলেই পেনশনের বর্তমান স্ট্যাটাস দেখতে পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপ্তদের পরিবার ৷ এছাড়াও পেনশনপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীরাও এই পদ্ধতিতে পেনশনের তথ্য জানতে পারবেন ৷ ওই ওয়েবসাইটে নিজের পেনশন প্রোফাইল নির্দিষ্ট মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত করলেই এসএমএস-এর মাধ্যমে পেনশনের তথ্য পাওয়া যাবে ৷
advertisement
অর্থমন্ত্রী জানান, ‘কেউ যাতে হয়রানির মুখোমুখি না হয় সেটাই আমাদের লক্ষ্য ৷ বিশেষত অবসরপ্রাপ্ত প্রবীণেরা ৷ পেনশন থেকেই তাদের বাকি জীবনের খরচ চলে, তাই পেনশন তুলতে গিয়ে কোনও সমস্যা যাতে না হয় তাই নিশ্চিত করতে চাই সরকার ৷’
এই ওয়েবসাইটে পেনশনভোগীদের মতামত দেওয়ার জন্যেও একটি অপশন রাখা হয়েছে ৷ কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্ট এম জে জোসেফের মতে, এই ব্যবস্থার ফলে পেনশন পরিষেবায় স্বচ্ছতা আসবে ৷
পেনশন পরিষেবার ক্ষেত্রে সরকারি তরফে এই ওয়েবসাইটটি একটি বড় উদ্যোগ ৷ ২০১৫-১৬-তে CPAO-এর কাছে পেনশন সংক্রান্ত ৬০,২১১ টি অভিযোগ জমা পড়েছিল ৷ শেষ অর্থবর্ষে সরকারের পেনশন বাজেট ছিল ৩২,০৭০ কোটি টাকা ৷