TRENDING:

বাড়ি ছাড়ুন ! বিরজু মহারাজ সমেত ২৭ জন শিল্পীকে পাঠানো হল নোটিস

Last Updated:

তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম ৷ নোটিসে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: নোটিসের কাগজে স্পষ্টই লেখা, ‘এক্সটেনশন সম্ভব নয় ৷ তাই বাড়ি ছাড়ুন !’ হঠাৎ এরকম এক নোটিস পাওয়ায় রীতিমতো বিপাকেই পড়েছেন ৮৩ বছরের প্রবাদপ্রতীম কত্থক শিল্পী বিরজু মহারাজ ৷ তবে তিনিই যে একা এরকম বাড়ি ছাড়ার নোটিস পেয়েছেন তা কিন্তু একেবারেই নয় ৷ বিরজু মহারাজ সমেত ২৭ জন প্রবাদপ্রতীম শিল্পীকে বাড়ি ছাড়ার নোটিস পাঠাল কেন্দ্র ৷ তালিকায় রয়েছে, চিত্রশিল্পী যতীন দাস, সন্তুরবাদক ভজন সোপারি, মোহিনীঅট্টম শিল্পী ভারতী শিবাজীর মতো নাম ৷ নোটিসে বলা হয়েছে, চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বাড়ি ছেড়ে দিতে হবে ৷
advertisement

কেন্দ্রীয় সরকারে ‘এমিনেন্ট আর্টিস্ট’-এর কোটা প্রবাদপ্রতীম শিল্পীরা দিল্লির বিভিন্ন জায়গায় মাসিক খুব অল্প টাকায় যাকে বলে ‘লাইসেন্স ফি’-এর বিনিময়ে বাড়ি পেয়েছিলেন ৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, এই শিল্পীদের বাড়িতে থাকার মেয়াদ শেষ এবং নতুন করে এক্সটেনশন হবে না ৷

নোটিস হাতে পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও লিখেছেন বিরজু মহারাজ ৷ সংবাদমাধ্যমকে বিরজু মহারাজ জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীকে অসুবিধার কথা জানিয়েছি ৷ আশা করি তিনি সব দিক বিচার করে সিদ্ধান্ত নেবে ৷ ’

advertisement

অন্যদিকে, চিত্রশিল্পী যতীন দাস জানিয়েছেন ‘আমার এটা ছাড়া অন্য কোনও বাড়ি নেই ৷ দুম করে যাব কোথায় ? এতদিন ধরে এখানে আছি৷ এই বাড়ির প্রত্যেকটা ইঁটের সঙ্গে আমি যুক্ত ৷ এই করোনা আবহে, আমাদের তো বিপদে ফেলে দেওয়া হলো ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

কুচিপুরি নৃত্যশিল্পী বনশ্রী রাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নোটিসের বক্তব্য পড়ে এমনটা মনে হচ্ছে, আমরা যে বাড়ি দখল করেছি ৷ এদিকে ২০১৪ সালে সরকারের পক্ষ থেকে পুরনো বকেয়া হিসেবে গত চার বছরের ৯ লাখ টাকা চাওয়া হয়েছিল। দফায় দফায় তা দিয়েও দিয়েছি। তারপরেও এরকম নোটিস !’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বাড়ি ছাড়ুন ! বিরজু মহারাজ সমেত ২৭ জন শিল্পীকে পাঠানো হল নোটিস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল