TRENDING:

Kerala Flood: কেরলের দুর্গতের জন্য পাঠানো ত্রাণ চুরি করছেন সরকারি আধিকারিরা !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#তিরুঅনন্তপুরম:  কেরলের বন্যা দুর্গতদের জন্য পাঠানো ত্রাণ চুরির অভিযোগ উঠল ৷ অভিযোগ খোদ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ৷ পানামারামের শিবিরে ত্রাণ চুরির দায়ে ২জনকে গ্রেফতার করা হয়েছে ৷ ধৃতরা কেরল সরকারের উচ্চপদস্থ কর্মী ৷ অন্য এক আধিকারিকের অভিযোগেই এই গ্রেফতারি ৷ এস থমাস ও এম পি দীনেশ নামে ওই দুই সরকারি আধিকারিককে ত্রাণ শিবির থেকে চুরি করতে দেখেন শরনার্থীরা ৷ প্রথমে তারাই অভিযোগ জানান ৷ জেরায় আধিকারিকরা জানান অন্য ক্যাম্পে এই ত্রাণ স্থানান্তরের কাজ চালাচ্ছেন তারা ৷  কিন্তু কথায় অসঙ্গতির ফলে তাদের গ্রেফতার করা হয় ৷ পানামারামের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যেই ৷
advertisement

আরও পড়ুন কেরলে বন্যা বিধ্বস্ত মানুষদের নিজে হাতে খাওয়ার পরিবেশন করছেন রণদীপ হুডা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে এটাই একমাত্র ঘটনা নয় ৷ একই রকম ঘটনা ঘটে ছেনগান্নুরেও ৷ সেখানেও অভিযোগ এক অস্থায়ী সরকারি কর্মীর বিরুদ্ধে ৷ ভয়াবহ বন্যা কবলিতদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে অনেক সংস্থাই ৷ প্রচুর পরিমাণ ত্রাণ পৌঁছচ্ছে কেরলে ৷ অসহায় মানুষদের ঠকিয়ে ত্রাণ চুরি গুরুতর অপরাধ, তা মানছেন সকলেই ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Flood: কেরলের দুর্গতের জন্য পাঠানো ত্রাণ চুরি করছেন সরকারি আধিকারিরা !