ড্রাফ্টে মিনিমাম ওয়েজ তৈরি করার জন্য কোনও স্পষ্ট নির্দেশ দেওয়া নেই ৷ ড্রাফ্টে বলা হয়েছে ভবিষ্যতে একটি এক্সপার্ট কমিটি মিনিমাম ওয়েজ ঠিক করার সুপারিশ সরকারের কাছে জানাবে ৷ এছাড়া বর্তমানে ৮ ঘণ্টা প্রতিদিন কাজ করার নিয়ম নিয়ে ড্রাফ্টে স্পষ্ট করে কিছু বলা নেই ৷ বর্তমানে এই নিয়মে ২৬ দিন কাজ করার পর বেতন ঠিক করা হয় ৷
advertisement
শ্রম মন্ত্রালয় একটি ইন্টারনাল প্যানেলে জানুয়ারি মাসে তাদের রিপোর্টে ৩৭৫ টাকা প্রতিদিনের হিসেবে ন্যাশনাল মিনিমাম ওয়েজ ঠিক করার সুপারিশ করেছিল ৷ প্যানেল এই মিনিমাম ওয়েজ জুলাই ২০১৮ থেকে লাগু করার কথা বলেছিল ৷ সাত সদস্যের প্যানেল মিনিমাম মান্থলি ওয়েজ ৯৭৫০ টাকা রাখার সুপারিশ জানিয়েছিল ৷ পাশাপাশি শহরের ক্ষেত্রে ১৪৩০ টাকা হাউজিং অ্যালাউয়েন্স দেওয়ার কথাও বলা হয়েছিল ৷
প্রস্তাবিত ড্রাফ্টে মিনিমাম ওয়েজ ঠিক করার জন্য দেশকে তিনটি ভাগে ভাগ করার কথা বলা হয়েছে ৷ প্রথমে ৪০ লক্ষ বা তার বেশি জনসংখ্যা রয়েছে মেট্রোপলিটন শহরে, দ্বিতীয় ভাগে রয়েছে ১০ থেকে ৪০ লক্ষ জনসংখ্যার নন মেট্রোপলিটন শহর ও তৃতীয় ভাগে রয়েছে গ্রামীণ এলাকা ৷