TRENDING:

ভোট প্রচারের সমস্ত বিজ্ঞাপনে থাকবে Google-এর নজরদারি !

Last Updated:

নির্বাচন নিয়ে কোনভাবেই ওনলাইনে গুজব ছড়ানো যাবে না, বিজ্ঞাপনেও প্রচার করা যাবে না কোন অসত্য তথ্য ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত গুগুল ইন্ডিয়ার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ২০১৯-র লোকসভা নির্বাচন আসন্ন ৷ তার আগেই রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে সতর্ক হল Google ইন্ডিয়া ৷ কে, কোথায়, কত টাকা বিজ্ঞাপনে ঢালছে তার নজরদারি হবে জবরদস্ত ৷ শুধু তাই নয়, রাজনৈতিক বিজ্ঞাপন চালানোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মও মানা হবে ৷ এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, প্রতিটি বিজ্ঞাপনে নির্বাচন কমিশনের প্রি-সার্টিফিকেট থাকতে হবে ৷ অর্থাৎ নির্বাচন কমিশনের ছাড়পত্র না পেলে কোন বিজ্ঞাপনই যে গুগুল তাদের সোশ্যাল মিডিয়ায় চালাবে না, সেটা স্পষ্ট করা হয়েছে ৷
advertisement

বিজ্ঞাপনদাতাদের নথি পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি ৷ ২০শে ফেব্রুয়ারি থেকে নিজেদের প্ল্যাটফর্মে এই নীতি চালু করে দেবে গুগুল ইন্ডিয়া ৷ এছাড়া নির্দিষ্টিভাবে ভারতের লোকসভা ভিত্তিক একটি পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং ট্রান্সপারেন্সি এবং পলিটিক্যাল অ্যাডস লাইব্রেরি শুরু করবে গুগুল ইন্ডিয়া ৷ রাজনৈতিক বিজ্ঞাপনে সচ্ছ্বতা আনতেই এই নীতিগুলিকে আনছে আর্ন্তজাতিক এই সংস্থা ৷

advertisement

প্রচলিত মিডিয়া যেমন টিভি, রেডি ও খবরের কাগজ ছাড়াও যেতেথু সোশ্যাল মিডিয়াও এক গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে আসন্ন নির্বাচনে, তাই এমন সব সিদ্ধান্ত নিতে চলেছে গুগুল ইন্ডিয়া, জানিয়েছে ভারতে গুগুলের দায়িত্বপ্রাপ্ত চেতন কৃষ্ণস্বামী ৷

আরও পড়ুন #Breaking News: সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নির্বাচন নিয়ে কোনভাবেই ওনলাইনে গুজব ছড়ানো যাবে না, বিজ্ঞাপনেও প্রচার করা যাবে না কোন অসত্য তথ্য ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত গুগুল ইন্ডিয়ার ৷  যে ব্যক্তি বা দল প্রচারের জন্য বিজ্ঞাপন চালাতে চাইবেন, প্রথমে তাঁর পরিচয় এবং লোকেশন নিশ্চিত করা হবে ৷ একই রকমভাবে ফেসবুকেও চলবে নজরদারি ৷ রাজনৈতিক কোনও বিজ্ঞাপন চলার আগে বিধিবদ্ধ সতর্কীরণ দেওয়া হব ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ভোট প্রচারের সমস্ত বিজ্ঞাপনে থাকবে Google-এর নজরদারি !