বিজ্ঞাপনদাতাদের নথি পরীক্ষার প্রক্রিয়া শুরু হবে ১৪ই ফেব্রুয়ারি ৷ ২০শে ফেব্রুয়ারি থেকে নিজেদের প্ল্যাটফর্মে এই নীতি চালু করে দেবে গুগুল ইন্ডিয়া ৷ এছাড়া নির্দিষ্টিভাবে ভারতের লোকসভা ভিত্তিক একটি পলিটিক্যাল অ্যাডভার্টাইজিং ট্রান্সপারেন্সি এবং পলিটিক্যাল অ্যাডস লাইব্রেরি শুরু করবে গুগুল ইন্ডিয়া ৷ রাজনৈতিক বিজ্ঞাপনে সচ্ছ্বতা আনতেই এই নীতিগুলিকে আনছে আর্ন্তজাতিক এই সংস্থা ৷
advertisement
প্রচলিত মিডিয়া যেমন টিভি, রেডি ও খবরের কাগজ ছাড়াও যেতেথু সোশ্যাল মিডিয়াও এক গুরুত্বপূর্ণ অংশ নিতে চলেছে আসন্ন নির্বাচনে, তাই এমন সব সিদ্ধান্ত নিতে চলেছে গুগুল ইন্ডিয়া, জানিয়েছে ভারতে গুগুলের দায়িত্বপ্রাপ্ত চেতন কৃষ্ণস্বামী ৷
আরও পড়ুন #Breaking News: সক্রিয় রাজনীতিতে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা
নির্বাচন নিয়ে কোনভাবেই ওনলাইনে গুজব ছড়ানো যাবে না, বিজ্ঞাপনেও প্রচার করা যাবে না কোন অসত্য তথ্য ৷ সেই কারণেই এমন সিদ্ধান্ত গুগুল ইন্ডিয়ার ৷ যে ব্যক্তি বা দল প্রচারের জন্য বিজ্ঞাপন চালাতে চাইবেন, প্রথমে তাঁর পরিচয় এবং লোকেশন নিশ্চিত করা হবে ৷ একই রকমভাবে ফেসবুকেও চলবে নজরদারি ৷ রাজনৈতিক কোনও বিজ্ঞাপন চলার আগে বিধিবদ্ধ সতর্কীরণ দেওয়া হব ৷