এবারের ডুডলে বিএসএফের ক্যামেল কন্টিজেন্টের হাতে রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্র ৷ প্রতিবছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের ডুডল দিয়ে গুগল সাজিয়ে তোলে নিজের হোমপেজ ৷ এদের মধ্য সবচেয়ে অন্যতম কয়েকটি হল -
২০১০ : যুদ্ধ বিমানের রঙিন ধোঁয়ায় আকাশে আঁকা ভারতের জাতীয় পতাকার ডুডল বানানো হয় ৷
advertisement
২০১২ : এটি ভারতের ৬৩ তম প্রজাতন্ত্র দিবসে বানানো হয় ৷ ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড জেতা শিশুরা হাতির পিঠে চড়ে যাচ্ছে ৷
২০১৩ : বাঘের শরীরের উপর ডোরাকাটা আঁকায় দেখা যায় গুগল লোগো ৷ তার আশপাশে জঙ্গলের মতো মোটিফ বানানো হয় ৷ সেখানে ভারতের জাতীয় ফুল পদ্মও দেখা যায় ৷
২০১৪ : গেরুয়া, সাদা , সবুজ রঙের পোশাকে দেখা যায় বিএসএফ মোটরসাইকেল রাইডার্সদের ৷ ডুডলে তাদের দেখা যায় বাইকের উপর বিভিন্ন কসরত করতে ৷
২০১৫ : ৬৬তম প্রজাতন্ত্র দিবসে গুগল ইন্ডিয়া তাদের হোমপেজের ডুডল হিসেবে বেছে নেয় ট্যাবলোকে। দেখা যায় এমন একটা ট্যাবলো, যার উপর ছিল ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবন ৷ রাজধানীর দুই প্রতীক হওয়ার পাশাপাশি এগুলি দেশের প্রজাতন্ত্রের সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত।