বোর্ডের পরীক্ষার আগে চাপ কাটাতে পড়ুয়াদের মোদির পরামর্শ, 'তরুণদের মুড অফ হওয়া উচিত নয়৷ ব্যর্থতার মধ্যেই সাফল্যের বীজ লুকিয়ে৷ ব্যর্থ হলেও ভেঙে পড়ার কিছু নেই৷ পরীক্ষার নম্বরই সব নয়৷ বৃত্তিমূলক কাজের সঙ্গে সামঞ্জস্য জরুরি৷ শুধু পড়াশোনা করলে রোবট হয়ে যাবে৷ সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে৷ তথ্যপ্রযুক্তির চাকর নয়, মনিব হও৷ স্মার্টফোন তোমার সময় চুরি করছে৷ ওই সময় পরিবারের সঙ্গে কাটাও৷'
advertisement
মোদি বলেন, 'তরুণদের ভাবনা আমি বুঝতে পারি৷ সুযোগ পেলেই তরুণদের সঙ্গে কথা বলি৷ অভিভাবকদের চাপও কমাতে চাই৷ আমিও আপনার পরিবারের একজন৷ নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হোন৷ দ্রাবিড়,লক্ষ্মণ ও কুম্বলের থেকে শিখুন৷ পরীক্ষার নম্বরই সব নয়৷ সময়ের সঠিক ব্যবহার শিখতে হবে৷ যন্ত্রকে জীবনের জন্য ব্যবহার করো৷ জীবনকে যন্ত্র করে দিও না৷'
কেন্দ্রের এক আধিকারিক জানান, মোদির 'পরীক্ষা পে চর্চা ২০২০' অংশ নিতে দেশের ২.৬ লক্ষ ছাত্র-ছাত্রী এন্ট্রি করেছে৷ গত বছর এই সংখ্যাটা ছিল ১.৪ লক্ষ৷
এই অনুষ্ঠানটি প্রথমে ১৬ জানুয়ারি হওয়ার কথা ছিল৷ কিন্তু দেশজুড়ে উত্সবের আবহ থাকায় তারিখ পরিবর্তন করা হয়৷