বলে রাখা ভাল, গোদরেজের মোট সম্পত্তির মূল্য ২.৩৪ লাখ কোটি টাকা। ব্যবসা ভাগ হয়ে যাওয়ার পর কার ভাগে কী পড়ল, তার হিসেব রইল এখানে।
গোদরেজ গ্রুপের সদস্যরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছেন। আপাতত দুই ভাগে ভাগ হয়ে গেল গোদরেজ পরিবার। একদিকে আদি গোদরেজ (৮২) এবং তাঁর ভাই নাদির (৭৩) এবং অন্যদিকে তাঁদের খুড়তুতো ভাই জামশেদ গোদরেজ (৭৫) এবং স্মিতা গোদরেজ কৃষ্ণা (৭৪)।
advertisement
আরও পড়ুন- আগামী ২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের ৩ জেলায়, জানুন
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাজারে তালিকাভুক্ত কোম্পানি যেমন গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এবং অ্যাসটেক লাইফ সায়েন্সেস থাকছে আদি গোদরেজ এবং তাঁর ভাই নাদিরের হাতে।
গোদরেজ গ্রুপের নন-লিস্টেড কোম্পানিগুলির দায়িত্ব পেয়েছেন জামশেদ গোদরেজ ও স্মিতা গোদরেজ। এছাড়া গোদরেজের ল্যান্ড ব্যাঙ্কও সামলাবেন তাঁরা। প্রসঙ্গত, ল্যান্ড ব্যাঙ্কের মধ্যে মুম্বইতে ৩,৪০০ একরের জমিও রয়েছে।
গোদরেজ গ্রুপের কোন পদে কে থাকছেন: গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন জামশেদ গোদরেজ। স্মিতা গোদরেজের মেয়ে নয়ারিকা হোলকার হবেন গোদরেজ এন্টারপ্রাইজেস গ্রুপের নির্বাহী পরিচালক, যার মধ্যে রয়েছে গোদরেজ অ্যান্ড ব্যাস এবং সহযোগী কোম্পানিগুলি।
গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের চেয়ারপার্সন হবেন নাদির গোদরেজ। গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের মধ্যে রয়েছে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রোপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট এবং অ্যাসটেক লাইফসায়েন্স।
আরও পড়ুন- ভোটের আগেই জনমত দানের বিশেষ ব্যবস্থা! কারা পাবেন এই সুযোগ, জেনে নিন
ভাগ বাঁটোয়ারা চূড়ান্ত করতে উভয় পক্ষই গ্রুপের বোর্ড থেকে পদত্যাগ করেছেন। আদি ও নাদির গোদরেজ গোদরেজ অ্যান্ড ব্যাসের বোর্ড থেকে পদত্যাগ করেছেন। অন্য দিকে জিসিপিএল এবং গোদরেজ প্রপার্টিজের বোর্ড থেকে পদত্যাগ করেছেন জামশেদ গোদরেজও।
এই প্রসঙ্গে জামশেদ গোদরেজ বলেন, “১৮৯৭ সাল থেকে গোদরেজ জাতি গঠনের উদ্দেশ্য নিয়ে কাজ করেছে। পারিবারিক চুক্তি কার্যকর হওয়ায় জটিলতা কমবে। গ্রাহকরা উপকৃত হবেন। আমরা আমাদের মূল শক্তিতে আরও বেশি করে ফোকাস করতে পারব”।