TRENDING:

Goa Forward Party Leader Meets Mamata Banerjee: মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা! জোট বেঁধে ভোটে? তুঙ্গে জল্পনা

Last Updated:

২০১৭ সালে গোয়ায় সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ এই মুহূর্তে গোয়ায় তাদের তিন জন বিধায়ক রয়েছে (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন গোয়া ফরওয়ার্ড পার্টির অন্যতম শীর্ষ নেতা বিজয় সরদেশাই (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া (Mamata Banerjee in Goa) সফরের শেষ দিনে তাঁর সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতা৷ গোয়া বিধানসভা নির্বাচনে দুই দলের জোট গঠনের লক্ষ্যেই যে এ দিনের বৈঠক, তা কার্যত স্পষ্ট করে দিয়েছেন গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতা৷
মমতার কাছে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা৷
মমতার কাছে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা৷
advertisement

২০১৭ সালে গোয়ায় সরকার গঠনে বড় ভূমিকা নিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টি৷ এই মুহূর্তে গোয়ায় তাদের তিন জন বিধায়ক রয়েছে৷ মমতার গোয়া সফরের আগেই তাঁর প্রশংসা শোনা গিয়েছিল গোয়া ফরওয়ার্ড পার্টির নেতারা৷ তখনই দুই দলের মধ্যে জোট সম্ভাবনা জোরাল হয়েছিল (Goa Forward Party Leader Meets Mamata Banerjee)৷

আরও পড়ুন: 'বিজেপি থাকছে', প্রশান্তের এই বিস্ফোরক মন্তব্যের রহস্য ফাঁস করলেন মমতা

advertisement

গোয়ায় তিন দিনের সফরে গিয়েও বিজেপি-কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি বিজেপি বিরোধিতায় ব্যর্থ হওয়ায় কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি৷ এ দিনও বিজেপি বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট করার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: গোয়া জিততে কৌশল কী, সফরের শেষদিনে এক বক্তব্যেই বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

advertisement

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার আগে বিজয় সরদেশাই বলেন, 'দু' বছর ধরে আমরা সমমনোভাবাপন্ন দলগুলিকে একজোট হওয়ার কথা বলে আসছি৷ তখন আমাদের কথা কেউ শোনেনি৷ এখানে তখন তৃণমূল কংগ্রেসও ছিল না৷' গোয়া ফরওয়ার্ড পার্টির ওই নেতার মতে, গোয়ায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাদের জোট হলে বিধানসভা নির্বাচনের ফলাফলে চমকে দিতে পারে দুই দল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

যদিও গোয়া ফরওয়ার্ড পার্টির নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি৷ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে লিয়েন্ডার পেজ, নাফিসা আলির মতো ব্যক্তিত্ব তৃণমূলে যোগ দিয়েছেন৷ শেষ পর্যন্ত তৃণমূল গোয়া ফরওয়ার্ড পার্টির সঙ্গে জোট বাঁধলে গোয়ার রাজনৈতিক লড়াই আরও জমজমাট হবে৷ কারণ মমতা এ দিনও বলেছেন, বিজেপি- কংগ্রেসের সঙ্গে তৃণমূল কোনও সমঝোতা করে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Goa Forward Party Leader Meets Mamata Banerjee: মমতার সঙ্গে বৈঠকে গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা! জোট বেঁধে ভোটে? তুঙ্গে জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল