৬৩ বছরের পার্রীকরকে ৪৮ ঘণ্টা অবজার্ভেশনে রাখা হয়েছে৷ গোয়া মেডিক্যাল কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে৷ গত এক বছর ধরে প্যানক্রিয়াটিক এইলমেন্টে চিকিত্সা চলছে৷ মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিত্সার জন্য গিয়েছিলেন পার্রীকরকে৷ এইমস-এও চিকিত্সা চলছে৷ যদিও গোয়ার প্রবীণ মন্ত্রী বিজয় সরদেশাইয়ের দাবি, গোয়ার মুখ্যমন্ত্রীকে লাইফ সাপোর্টে রাখা হয়নি৷ তাঁর শারীরিক অবস্থা এতটাও খারাপ নয়৷
advertisement
দীর্ঘ দিন অন্তরালে থাকার পর গত ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবসে জনসমক্ষে এসেছিলেন পার্রীকর৷ তিনি টুইটারে লেখেন, 'মানব মস্তিষ্ক যে কোনও রোগ থেকে বার করে আনতে পারে৷' গোয়ার ডেপুটি স্পিকার মাইকেল লোবো জানিয়েছেন, পার্রীকর যতদিন বেঁচে থাকবেন, ততদিন কাজ করবেন৷ ওঁর শারীরিক অবস্থা মাঝে মাঝে খারাপ হচ্ছে, মাঝে মাঝে উন্নতি হচ্ছে৷ এই রোগে সব সময় সুস্থ থাকা যায় না৷
আরও ভিডিও: প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল মুম্বই-গোয়া হাইওয়ে ব্রিজ