TRENDING:

‘‘ সীমান্তে গিয়ে পাহারা দাও, দক্ষিণ মুম্বইয়ে এক ইঞ্চিও জমি দেব না ’’....নৌসেনাকে হুঙ্কার গড়করির

Last Updated:

নৌসেনার অফিসারদের প্রতি যে তিনি ক্ষুব্ধ, তা ভালমতোই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নৌসেনার অফিসারদের প্রতি যে তিনি ক্ষুব্ধ, তা ভালমতোই বুঝিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি ৷ নৌসেনাদের উপর তাঁর রাগের কারণ অবশ্য স্পষ্ট ৷ কিছুদিন আগেই দক্ষিণ মুম্বইয়ে মালাবার হিলে একটি ভাসমান জেটি নির্মানের অনুমতি দেয়নি নৌবাহিনী ৷ সেখানে একটি ‘ফ্লোটিং’ বা ভাসমান হোটেল এবং সিপ্লেন পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের ৷ কিন্তু নৌসেনা তাতে সরাসরি  না করে দিয়েছে ৷
advertisement

এক অনুষ্ঠানে ওয়েস্টার্ন নাভাল কম্যান্ড প্রধান ভাইস অ্যাডমিরাল গিরীশ লুথরার সামনেই নৌবাহিনীর অফিসাররা কেন দক্ষিণ মুম্বইয়ের অভিজাত এলাকায় থাকতে চান, সেই প্রসঙ্গটি তুলে ধরেন গড়করী। তিনি বলেন, ‘‘নৌবাহিনীর তো থাকার কথা সীমান্তে যেখান দিয়ে সন্ত্রাসবাদীরা ঢোকে। কেন নৌবাহিনীর সবাই দক্ষিণ মুম্বইয়েই থাকতে চান ? ওঁরা জমির জন্য আমার কাছে এসেছিলেন। কিন্তু ওখানে ফ্ল্যাট বা কোয়ার্টারের জন্য এক ইঞ্চিও জমি দেব না। দয়া করে আমার কাছে আর আসবেন না।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দক্ষিণ মুম্বইয়ের জমি যে অত্যন্ত দামী ৷ তা সকলেরই জানা ৷ সেখানে কোয়ার্টার বা ফ্ল্যাট তৈরির অনুমতি অন্তত নৌসেনার অফিসারদের দেওয়া হবে না বলেই জানান গড়করি ৷ হাইকোর্টে সম্মতি দেওয়া সত্ত্বেও জেটি তৈরিতে নৌসেনা বাধা দিয়েছে, তাতে চরম ক্ষুব্ধ গড়করী ৷

বাংলা খবর/ খবর/দেশ/
‘‘ সীমান্তে গিয়ে পাহারা দাও, দক্ষিণ মুম্বইয়ে এক ইঞ্চিও জমি দেব না ’’....নৌসেনাকে হুঙ্কার গড়করির