TRENDING:

Go First Cancels Flights : আর্থিক সংকটে বুধবার থেকে তিনদিন উড়ান বন্ধ রাখছে গো ফার্স্ট, বিপাকে যাত্রীরা

Last Updated:

Go First Cancels Flights : উড়ান সংস্থা গো ফার্স্টের তরফে জানানো হয়েছে, প্রবল আর্থিক সঙ্কটের কারণে মোট তিন দিন উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে তারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি :  বুধবার থেকে টানা তিনদিন যাবতীয় উড়ান বাতিল করল দেশের বিমান সংস্থা গো ফার্স্ট। বিষয়টি নিয়ে উড়ান সংস্থার তরফে জানানো হয়েছে, প্রবল আর্থিক সঙ্কটের কারণে মোট তিন দিন উড়ান পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে তারা। সংস্থার এই সমস্যার কথা ডিরেক্টর জেনারেল অফ সিভিল অপারেশন-কে জানানো হয়েছে।
advertisement

মুম্বই ভিত্তিক এই কম ভাড়ার সংস্থা আগামী বেশ কয়েক দিনের উড়ানের জন্য টিকিট বিক্রিও বন্ধ রেখেছে। ন্যাশনাল কোম্পানি ল ট্রাইবুনাল-কেও সংস্থার আর্থিক দুরবস্থার কথা জানানো হয়েছে। দাবি, গো ফার্স্ট-এর সিইও কৌশিক খোনা। অবশ্য কীভাবে যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন : শহিদ মিনারে সভা করবে কংগ্রেস, ঘোষণার পাশাপাশি শাসকদলকে তীব্র কটাক্ষ অধীর চৌধুরীর

advertisement

কৌশিক খোনার বক্তব্য, “আপাতত সংস্থার কাছে রয়েছে ২৮টি বিমান। যদিও অর্ধেকের বেশি বিমান অকেজো হয়ে পড়ে রয়েছে ইঞ্জিনের সমস্যায়। যার মূল কারণ, যে কোম্পানি গো এয়ারকে ইঞ্জিন সরবরাহ করার দায়িত্ব নিয়েছিল তাঁরা বেশ কিছুদিন ধরে ইঞ্জিন পাঠানো বন্ধ রেখেছে। যার ফলে  এই সিদ্ধান্ত যাত্রী আর সংস্থার স্বার্থেই নেওয়া হয়েছে।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেশ কিছুদিন ধরে আর্থিক বিশেষজ্ঞদের একাংশ দাবি করছিলেন, আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে পারে উড়ান সংস্থাটি। যদিও সেই সময় সংস্থার কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, উড়ান ব্যবসা থেকে সরে আসার কোনও পরিকল্পনা নেই তাদের। ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যাপারে  গো এয়ার যতটা সম্ভব চেষ্টা চালাবে। আচমকা উড়ান বন্ধ রাখার এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন বহু যাত্রী।  গো এযার-এর ওই সিদ্ধান্তের জেরে সংস্থাকে শো কজ করেছে ডিজিসিএ। যার জেরে বড় মাপের শাস্তিমূলক পদক্ষেপের মুখোমুখি হতে পারে ওই উড়ান সংস্থা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Go First Cancels Flights : আর্থিক সংকটে বুধবার থেকে তিনদিন উড়ান বন্ধ রাখছে গো ফার্স্ট, বিপাকে যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল