TRENDING:

লকডাউনের মধ্যেই বুকিং শুরু, ১৫ এপ্রিল টিকিট দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা

Last Updated:

১৪ এপ্রিলের পর আর লকডাউন জারি থাকবে কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সরকার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বেসরকারি বিমান সংস্থা গো এয়ার ১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য টিকিট বুকিং শুরু করল৷ অন্তর্দেশীয় যাত্রার জন্যই কেবলমাত্র টিকিট বিক্রি শুরু করেছে গো এয়ার৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে এমনই দাবি করা হয়েছে৷
advertisement

বিমানসংস্থার এক মুখপাত্র সংবাদসংস্থাকে জানিয়েছেন, '১৫ এপ্রিল থেকে যাত্রার জন্য গো এয়ার-এ টিকিট বুকিং করা যাচ্ছে৷ ১ মে থেকে যাত্রার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিটও বুকিং করা যাচ্ছে৷'

সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়া অবশ্য ৩০ এপ্রিল পর্যন্ত তাদের সমস্ত বিমানের অগ্রিম টিকিট বুকিং স্থগিত রেখেছে৷

গত ২৫ মার্চ থেকেই অন্তর্দেশীয় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল৷ তার আগে থেকেই অবশ্য কম যাত্রী হওয়ার কারণে বিমান পরিষেবা বন্ধ করে দিয়েছিল অনেক বিমান সংস্থা৷তার আগে ২২ মার্চ থেকে দেশে আন্তর্জাতিক বিমানের ওঠানামাও বন্ধ করে দেওয়া হয়েছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৪ এপ্রিলের পর আর লকডাউন জারি থাকবে কিনা, তা নিয়ে এখনও স্পষ্ট করে জানায়নি কেন্দ্রীয় সরকার৷ তবে প্রধানমন্ত্রী এ দিন আরও একবার লম্বা লড়াইয়ের জন্য দেশবাসীকে তৈরি থাকতে বলেছেন৷ ফলে টিকিট বুকিং শুরু হলেও ১৫ এপ্রিল থেকে বিমান পরিষেবা স্বাভাবিক হয় কিনা, সেটাই এখন দেখার৷

বাংলা খবর/ খবর/দেশ/
লকডাউনের মধ্যেই বুকিং শুরু, ১৫ এপ্রিল টিকিট দিচ্ছে বেসরকারি বিমান সংস্থা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল