TRENDING:

Gmc Election Results 2022: উড়ে গেল বিরোধীরা, হিমন্ত-মন্ত্রে বিপুল জয় বিজেপির! দাঁত ফোটাল আপ

Last Updated:

Gmc Election Results 2022: ৬০ আসনের গুয়াহাটি পুর নিগমে BJP-AGP জোট পেয়েছে ৫৮টি ওয়ার্ড। AJP জিতেছে একটি ওয়ার্ডে এবং প্রথম বার ভোটে দাঁড়িয়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে একটি ওয়ার্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে বিরোধীদের বাউন্ডারির বাইরে ফেলল বিজেপি। ৬০ আসনের গুয়াহাটি পুর নিগমের নিৰ্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৫, ৬ এবং ২২ নম্বর ওয়াৰ্ডে জিতে গিয়েছিল বিজেপি। শুক্রবার ভোট হয় গুয়াহাটিতে। ভোট পড়েছিল ৫২.০৪ শতাংশ। কিন্তু তাতেও একচ্ছত্র জয় পেল বিজেপি। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৬০ আসনের গুয়াহাটি পুর নিগমে BJP-AGP জোট পেয়েছে ৫৮টি ওয়ার্ড। AJP জিতেছে একটি ওয়ার্ডে এবং প্রথম বার ভোটে দাঁড়িয়েই অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি জিতেছে একটি ওয়ার্ডে।
গুয়াহাটিতে গেরুয়া ঝড়
গুয়াহাটিতে গেরুয়া ঝড়
advertisement

ফল প্রকাশের পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ট্যুইটার লিখেছেন, ''গুয়াহাটি পুর নির্বাচনে বিজেপি ও সহযোগীদের ঐতিহাসিক জয় উপহার দেওয়ার জন্য গুয়াহাটির মানুষের কাছে আমি মাথানত করছি। এই বিপুল জনমত নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের পক্ষেই মানুষের আস্থা আরও একবার প্রমাণ করল।'' অপর একটি ট্যুইটে কংগ্রেসকেও কটাক্ষ করেছেন তিনি।

আরও পড়ুন: গম ক্ষেতে দেহ পুড়ে কঙ্কাল, এ কী হাড়হিম দৃশ্য বাংলায়! গোটা এলাকায় আতঙ্ক

advertisement

কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া গুয়াহাটি পৌর নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেছিল অসমের রাজ্য নির্বাচন কমিশন ৷ ভোটগ্ৰহণ চলাকালীন ৪৬ নং ওয়ার্ডে আম আদমি পার্টির প্ৰাৰ্থী অসীম কুমার শর্মার পোলিং এজেন্ট তথা তাঁর পুত্ৰর উপর হামলার অভিযোগ উঠেছিল বিজেপি কৰ্মীদের বিরুদ্ধে। বিজেপির ১০-১২ জন কর্মী বিজেপি পোলিং এজেন্ট মোহিত শৰ্মাকে বিনা কারণে মারধর করেছে বলেও অভিযোগ করেছিল আম আদমি পার্টি। সেই আপ এদিন একটি ওয়ার্ড নিজেদের পক্ষে রাখল।

advertisement

আরও পড়ুন: শুধু গরু পাচার কাণ্ড নয়, আরও এক মহাচাপে অনুব্রত মণ্ডল! কী ব্যবস্থা এবার?

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১৯ এপ্রিল গুয়াহাটি পৌর নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু এই সময় রঙ্গিলা বিহুর কারণে অসমে উৎসবের আবহ ছিল। তাই ভোটগ্রহণ পিছিয়ে দেওয়া হয়। ২২ এপ্রিল হয় ভোট। আর ২৪ এপ্রিল, আজ হয় ভোটগণনা। গুয়াহাটিতে মোট ভোটারের সংখ্যা ৭, ৯৬, ৮২৯ জন। পুরুষ ৩, ৯৬, ৮৯১ জন, মহিলা ও তৃতীয় লিঙ্গের ভোটার ৩,৯৯, ৯১১ জন। সেই ভোটে কার্যত গেরুয়া ঝড় দেখা গেল। যদিও বিরোধীদের দাবি, বিজেপির প্রতি অনাস্থার কারণে এত কম হারে ভোট পড়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Gmc Election Results 2022: উড়ে গেল বিরোধীরা, হিমন্ত-মন্ত্রে বিপুল জয় বিজেপির! দাঁত ফোটাল আপ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল