TRENDING:

ঝোলায় বাচ্চা নিয়ে আলো বইছেন মা! স্যুলুট জানাতেই ব্যাপক ট্রোলিংয়ের মুখে হর্ষ গোয়েঙ্কা

Last Updated:

সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষ ৷ হয়তো তিনি ভারতীয় মা’দের এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু গোটা ঘটনাটাই বুমেরাং হয়ে গেল তাঁর কাছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ট্রোলিংয়ের শিকার হলেন শিল্পপতি হর্ষ গোয়াঙ্কা ৷ মাঝেমধ্য়েই নানারকম উৎসাহমূলক পোস্ট তিনি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ কখনও তা দেশের কোনও প্রতিভা নিয়ে, কখনও বা কাউকে উদ্বুদ্ধ করতে ৷ তবে এ বার হর্ষ গোয়াঙ্কার পোস্টটি দেখে যারপরনায় চটেছেন নেটিজেনরা ৷
advertisement

সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষ ৷ হয়তো তিনি ভারতীয় মা’দের এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু গোটা ঘটনাটাই বুমেরাং হয়ে গেল তাঁর কাছে ৷ আর এর মূলে রয়েছে মারাত্মক ওই ছবিটা ৷ সত্যিই শিউড়ে উঠতে হয় ছবিটার নির্মমতা দেখে ৷ ছবিটির পরতে পরতে ফুটে উঠছে দারিদ্র্য, সামাজিক বৈষম্য, আর অবশ্যই মায়ের লড়াই ৷

advertisement

advertisement

ছবিটিতে দেখা যাচ্ছে একটি অসহায় মা তাঁর সন্তানকে ঝোলায় বেঁধে কাঁধের সঙ্গে বেঁধে নিয়েছেন ৷ সামনে একটি বিয়ের শোভাযাত্রা চলছে ৷ সেখানে একটি ঝাড়বাতি বইছেন ওই মহিলা ৷ শিশুটিকে ঝোলায় নিয়েই এ কাজ করছেন তিনি ৷ এই ছবি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ''আমার মনে হ? মাঝে মাঝে আমি অনেক কাজ করি ৷ তখন এই ছবিটা দেখি আমি ৷ আমার কুর্নিশ জানাই ৷''

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর এই ছবি পোস্ট করতেই ট্যুইটারে একের পর এক বিতর্ক ধেয়ে এসেছে ৷ কেউ বলেছেন দারিদ্র্যকে মহিম্মান্বিত করেছেন হর্ষ ৷ কেউ বলছেন, ''কেন আমরা আমাদের অপারগতাগুলোকে এ রকম চোখে আঙুল দিয়ে দেখাই ৷'' তবে এর উত্তরও দিয়েছেন গোয়াঙ্কা ৷ লিখেছেন, ''দারিদ্র্যকে মহিম্মান্বিত করিনি, মায়ের সাহস আর ভালবাসাকে করেছি ৷''

বাংলা খবর/ খবর/দেশ/
ঝোলায় বাচ্চা নিয়ে আলো বইছেন মা! স্যুলুট জানাতেই ব্যাপক ট্রোলিংয়ের মুখে হর্ষ গোয়েঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল