সম্প্রতি ট্যুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হর্ষ ৷ হয়তো তিনি ভারতীয় মা’দের এ ভাবেই কুর্নিশ জানাতে চেয়েছিলেন ৷ কিন্তু গোটা ঘটনাটাই বুমেরাং হয়ে গেল তাঁর কাছে ৷ আর এর মূলে রয়েছে মারাত্মক ওই ছবিটা ৷ সত্যিই শিউড়ে উঠতে হয় ছবিটার নির্মমতা দেখে ৷ ছবিটির পরতে পরতে ফুটে উঠছে দারিদ্র্য, সামাজিক বৈষম্য, আর অবশ্যই মায়ের লড়াই ৷
advertisement
ছবিটিতে দেখা যাচ্ছে একটি অসহায় মা তাঁর সন্তানকে ঝোলায় বেঁধে কাঁধের সঙ্গে বেঁধে নিয়েছেন ৷ সামনে একটি বিয়ের শোভাযাত্রা চলছে ৷ সেখানে একটি ঝাড়বাতি বইছেন ওই মহিলা ৷ শিশুটিকে ঝোলায় নিয়েই এ কাজ করছেন তিনি ৷ এই ছবি শেয়ার করে হর্ষ গোয়েঙ্কা লিখেছেন, ''আমার মনে হ? মাঝে মাঝে আমি অনেক কাজ করি ৷ তখন এই ছবিটা দেখি আমি ৷ আমার কুর্নিশ জানাই ৷''
আর এই ছবি পোস্ট করতেই ট্যুইটারে একের পর এক বিতর্ক ধেয়ে এসেছে ৷ কেউ বলেছেন দারিদ্র্যকে মহিম্মান্বিত করেছেন হর্ষ ৷ কেউ বলছেন, ''কেন আমরা আমাদের অপারগতাগুলোকে এ রকম চোখে আঙুল দিয়ে দেখাই ৷'' তবে এর উত্তরও দিয়েছেন গোয়াঙ্কা ৷ লিখেছেন, ''দারিদ্র্যকে মহিম্মান্বিত করিনি, মায়ের সাহস আর ভালবাসাকে করেছি ৷''