পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহিলা আর তার বয়ফ্রেন্ডকে গ্রেফতার করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারা ও পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ ঘটনার বিস্তারিত জানিয়েছে। ওই কিশোরীর মা অভিযোগ করেছেন, লকডাউনের সময় উনদরি এলাকায় নিজের বোনের বাড়িতে মেয়ে সব চার সন্তানকে রেখে গিয়েছিলেন তিনি। সেই সময়েই ওই মহিলা তাঁর বয়ফ্রেন্ডকেও বাড়িতে ডাকতেন। আর তারপরেই চলত অত্যাচার। ওই কিশোরীকে জোর করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে পর্ন ক্লিপ দেখাতেন তাঁরা। তারপর ইদে ওই কিশোরী বাড়িতে মায়ের কাছে ফেরে। তাঁকে মা জিজ্ঞাসা করায় সে সবটা স্পষ্ট করে মা কে জানায়। তখনই মা বুঝতে পারেন আসল ঘটনাটি। তারপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।
advertisement
ঘটনার পর দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের করোনা পরীক্ষা করে দেখা গিয়েছে, তারা কোভিড পজিটিভ। আদালত এদের জেল হেফাজতের নির্দেশ দিলেও জেল করোনা সংক্রমণের ভয়ে তাদের নিতে চায়নি। আপাতত সরকারি হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। তারা সুস্থ হলে বাকি সিদ্ধান্ত নেওয়া হবে। দু’জনই পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে।