প্রতিদিনই অফিস শেষ হলে মেয়েটিকে বাইকে করে বাড়িতে ছেড়ে দেয় যুবক। অন্য দিনের মতো এই দিনও তাঁরা বাড়ির পথেই রওনা হন। মাঝ রাস্তায় লিঙ্গমবুদ্ধি পালয়াতে ছেলেটি বাইক থামিয়ে প্রস্রাব করতে যায়। তখনই চারজন দুষ্কৃতী এসে হামলা করে মেয়েটির উপর। তারা মেইন রোড থেকে মেয়েটিকে টেনে নিয়ে যায় ফাকা এলাকায়। সেখানে নিয়ে গিয়ে চারজনে মিলে বার বার ধর্ষণ করে তারা। ছেলেটি বাঁধা দেওয়ার চেষ্টা করে। সে দুস্কৃতিদের কামড়েও দেয়। কিন্তু কোনও ভাবেই আটকাতে পারে না। দুষ্কৃতীরা পাথর দিয়ে মেরে ছেলেটির পা ভেঙে দেয়। তারপর পালিয়ে যায় চার দুষ্কৃতী। সৌভাগ্যবশত ছেলেটি মেয়েটি প্রাণে বেঁচে যায়। দুজনেই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। এবং দুজনেরই বিপদ কেটে গিয়েছে বলে ডাক্তার জানিয়েছে। মহিসুর থানায় অভিযোগ দায়ের করা হয়। এসপি অমিত সিংয়ের নেতৃত্বে আটজনের স্পেশ্যাল টিম তৈরি হয়। যারা এই ঘটনার তদন্ত শুরু করছে। নিউজ18 কে এসপি অমিত সিং জানান," আমরা এই ঘটনা খুব গুরুত্ব দিয়ে দেখছি। ওই চারজন দুষ্কৃতীকে খুঁজে বার করার চেষ্টা করছি। পুরো ঘটনা সত্যিই খুব নক্কারজনক।" যেহেতু পুরো ঘটনাটা রাতের অন্ধকারে হয়েছে। তাই ওই যুবক বা যুবতী দুষ্কৃতীদের ঠিক করে কেমন দেখতে ছিল বলতে পারছে না। পুলিশ এখন মোবাইল ফোন ট্র্যাক করে চালাচ্ছে ওই চার দুষ্কৃতীর খোঁজ।
advertisement