TRENDING:

শেষকৃত্যের পরও ‘জীবিত’ যুবতী !

Last Updated:

মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করার পরে সেই বেঁচে ফিরল ৷ ছত্তিশগড়ের মহাসমুন্দ্র ব্লকের ঘটনা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রায়পুর: মৃত ভেবে যার শেষকৃত্য সম্পন্ন করার পরে সেই বেঁচে ফিরল ৷ ছত্তিশগড়ের মহাসমুন্দ্র ব্লকের ঘটনা ৷ জানা গিয়েছে, পয়লা মার্চ অমৃতা নামে এক যুবতী নিখোঁজ হয়ে যায় ৷ অনেক খোঁজার পরও যখন তার কোনও হদিশ মেলেনি তখন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে তার পরিবারের সদস্যরা ৷ এর কয়েকদিন পর ১২ মার্চ ওই যুবতীর মৃতদেহ পাওয়া গিয়েছে বলে খবর আসে ৷ থানায় ডেকে পাঠানো হল মৃতদেহকে অমৃতা বলে শনাক্ত করে পরিবারের সদস্যরা ৷
advertisement

পুলিশ তাদের কাছে মৃতদেহ তুলে দিল রীতি নিয়ম মেনে ১৩ মার্চ শেষকৃত্য সম্পন্ন করা হয় ৷ এর কয়েকদিন পর গ্রামের এক যুবকের কাছে ফোন আসে ৷ যিনি ফোন করেন সে নিজেকে অমৃতা বলে পরিচয় দেয় ৷ হতবাক যুবক তাকে পুরো বিষয়টি জানায় ৷ নিজের মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যায় অমৃতা ৷ ফোনে জানায় সে বেঁচে আছে, এবং গুজরাতে রয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

ভারতীর বাবা জানান, পুলিশের কাছে খবর পেয়ে মৃতদেহ শনাক্ত করতে যায় তিনি ৷ মৃতদেহের চেহারা বিকৃত ছিল ৷ কিন্তু হাতের বালা ও মুখের আদল দেখে মৃতদেহটি মেয়ের বলে মনে হয়েছিল ৷ কিন্তু শেষকৃত্যের পর জানতে পারেন অমৃতার ফোনের কথা ৷ ফোনের যে অডিও তাকে শোনানো হয়েছে তাতে মেয়েটির গলা শুনে অমৃতাই মনে হয়েছে ৷ তবে তাকে সামনা সামনি না দেখে বা কথা বলে সত্যিটা বোঝা যাচ্ছে না ৷ তার মেয়ে আসলে বেঁচে আছে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটছে না ৷ এখন প্রশ্ন হচ্ছে যদি অমৃতা বেঁচে থাকে তাহলে কার মৃতদেহের সৎকার করা হয়েছে ৷ তবে একটি অডিও টেপ ছাড়া অমৃতার বেঁচে থাকার কোনও প্রমাণ মেলেনি এখনও ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শেষকৃত্যের পরও ‘জীবিত’ যুবতী !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল