একটি ভিডিয়োয় ধরা পড়েছে অনন্ত-রাধিকাকে মোদির উপহার দেওয়ার মুহূর্ত৷ তার পর মুহূর্তেই মোদির পা ছুঁয়ে আশীর্বাদ নেন নবদম্পতি৷ মুকেশ ও নীতা আম্বানি, শাইলা এবং বীরেন মার্চেন্টকেও শুভেচ্ছা জানান মোদি৷
অন্য আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে নীতা এবং মুকেশ আম্বানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিবাহবাসরে আমন্ত্রণ জানাচ্ছেন৷ ভিডিয়োয় আকাশ এবং ইশা আম্বানির সাথে বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে৷
আরও পড়ুন: অনন্ত আম্বানি এবং রাধিকার মার্চেন্টের শুভ আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী মোদি
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান তথা এমডি মুকেশ আম্বানির ছেলে অনন্ত শুক্রবার সেলিব্রিটি, রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটারদের উপস্থিতিতে একটি তারকা খচিত ইভেন্টে ফার্মাসিউটিক্যাল সংস্থার মালিক বীরেন এবং শায়লা মার্চেন্টের মেয়ে ২৯ বর্ষীয় রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছেন। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভে বসেছিল এই বিবাহ আসর৷
অনুষ্ঠানে যাওয়ার আগে, প্রধানমন্ত্রী মোদি ঠাণে এবং বোরিভালির মধ্যে দু’টি জোড়া টানেলের পাশাপাশি বিএমসির গোরেগাঁও-মুলুন্ড লিঙ্ক রোডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন৷ এদিন মুম্বইয়ে ২৯,৪০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস এবং অজিত পাওয়ার। শিন্ডে, ফড়ণবীস এবং অজিত পাওয়ারও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘মানুষের জনাদেশ বিজেপির বিরুদ্ধে, সারা দেশেই ভরাডুবি!’ দলকেও বার্তা দিলেন মমতা
কারদাশিয়ান, বচ্চন পরিবার থেকে শুরু করে বলিউডের এ-লিস্টেড তারকা এবং গণ্যমান্য রাজনীতিবিদেরা অনন্ত-রাধিকার বিয়ের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন৷ শুভ আশীর্বাদ এবং বিয়ের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।
বিয়ের দিন উপস্থিত ছিলেন রিয়েলিটি টিভি তারকা কিম কারদাশিয়ান এবং তার বোন খলো, নাইজেরিয়ান র্যাপার রেমা, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তেল জায়ান্ট সৌদি আরামকোর সিইও আমিন নাসের থেকে শুরু করে স্যামসাং ইলেক্ট্রনিক্সের চেয়ারম্যান জে লি এবং ড্রাগ মেজর জিএসকে পর্যন্ত বৈশ্বিক ব্যবসায়ীরা। পিএলসির প্রধান নির্বাহী এমা ওয়ালমসলিও ছিলেন তাঁদের মধ্যে।