এদিন গুলাম নবি সংসদে দাঁড়িয়ে নিজের বিদায়ী সম্ভাষণে বলেন যে, ভারতীয় মুসলিম হওয়াটা তাঁর কাছে গর্বের৷ তিনি সৌভাগ্যবান যে তাঁকে পাকিস্তানে যেতে হয়নি৷ গুলাম নবি বলেন, "আমি কখনও পাকিস্তানে যাইনি৷ আমার মনে হয় তার জন্য আমি সৌভাগ্যবান৷ আমি সেই সকল ভাগ্যবানদের মধ্যেই পড়ি, যাঁরা কখনও পাকিস্তান যায়নি৷ আমি যখন পাকিস্তানের পরিস্থিতি নিয়ে কিছু পড়ি, তখন মনে হয় হিন্দুস্তানি মুসলিম হওয়াটা আমার কাছে গর্বের৷"
advertisement
এদিন গুলাম নবির সঙ্গে নিজের রাজনৈতিক কেরিয়ারের স্মৃতিচারণা করতে গিয়ে মোদি বলেছিলেন, "আমি কোনও দিন শ্রী আজাদজি ও প্রণব মুখোপাধ্যায়ের অবদান ভুলব না৷ যখন সন্ত্রাস হামলার জন্য গুজরাতের বহু মানুষ কাশ্মীরে আটকে ছিলেন৷ সে রাতে গুলাম নবিজি আমাকে ফোন করেছিলেন...৷" এই কথা বলতেই বলতেই মোদির চোখে জল চলে আসে৷ তারপর তিনি খানিক থেমে জলের গ্লাসে চুমুক দেন৷ এরপর মোদি বলেন, "মনে হয়েছিল পরিবারের কোনও সদস্য ফোন করেছেন আমায়৷ এরকম অনুভূতিই উনি আমাকে দেখিয়ে ছিলেন৷" এই প্রসঙ্গে গুলাম নবি তাঁর বক্তব্যে বলেন, ""আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের অবসান ঘটে।" এদিন তিনি মোদিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে বলেছেন, "একটা সময় ছিল যখন আমার আর প্রধানমন্ত্রীর কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কখনও উনি তা ব্যক্তিগত ভাবে নেননি৷"