TRENDING:

নিথর দেহ পুঁতে সেই জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বসবাস ৪ বছর, যুবকের হত্যাকাণ্ডে ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক

Last Updated:

Ghaziabad Murder: প্রায় তামাদি হতে বসা এই হত্যাকাণ্ডে নতুন কিছু সূত্র পুলিশের হাতে আসে আচমকাই৷ তার পরই নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হত্যার চার বছর পর উদ্ধার হল দেহ৷ গাজিয়াবাদ পুলিশ সোমবার প্রতিবেশীদের বাড়ি থেকে উদ্ধার করেছে চার বছর আগে নিখোঁজ হয়ে যাওয়া চন্দ্র বীরের দেহ৷ পুলিশের দাবি, মৃতের স্ত্রী এবং যাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে সেই পড়শি এই ষড়যন্ত্রের মূল চক্রী৷
তদন্তরত পুলিশ আধিকারিকদের ধারণা, ওই প্রতিবেশীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে মৃতের স্ত্রী সবিতার
তদন্তরত পুলিশ আধিকারিকদের ধারণা, ওই প্রতিবেশীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে মৃতের স্ত্রী সবিতার
advertisement

তদন্তরত পুলিশ আধিকারিকদের ধারণা, ওই প্রতিবেশীর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে মৃতের স্ত্রী সবিতার৷ চার বছর আগে অভিযুক্ত সবিতা তাঁর স্বামী নিখোঁজ হয়ে গিয়েছেন, এই মর্মে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন৷ তার পর তিনি সব দোষ মৃতের ভাইয়ের ঘাড়ে চাপানোর চেষ্টা করে গিয়েছেন বলে পুলিশের দাবি৷

প্রায় তামাদি হতে বসা এই হত্যাকাণ্ডে নতুন কিছু সূত্র পুলিশের হাতে আসে আচমকাই৷ তার পরই নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়৷ পুলিশের দাবি, অভিয়ুক্ত সবিতা এবং তাঁর প্রেমিক অরুণ মিলে খুন করেন চন্দ্র বীরকে৷ তার পর অরুণেরই বাড়িতে ৬ থেকে ৭ ফুট গর্ত করে নিথর দেহ পুঁতে দেওয়া হয়৷ সেখান থেকে কঙ্কালে পরিণত হওয়া দেহ উদ্ধার করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন : মিজোরামে পাথর খাদানে ধস, চাপা পড়ে অন্তত ১৫ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ঘটনায় নৃশংসতা ও নির্মমতার মাত্রা এতটাই যে অরুণের দেহ পুঁতে ফেলার পর সেই জায়গাটি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ওই বাড়িতেই বসবাস করেন৷ অভিযোগ, খুনের পরিকল্পনা করার পর গর্ত খোঁড়া হয়৷ যাতে গন্ধ ছড়িয়ে না পড়ে তার জন্য গভীর গর্ত খোঁড়া হয়েছিল৷ হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র পিস্তল ও কুঠারও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

advertisement

আরও পড়ুন :  গায়ে হলুদ, মেহেন্দির পর ‘সাতপাকে বাঁধা’ দুই পোষ্য সারমেয়, জমিয়ে ভোজ খেলেন বরযাত্রী-সহ ১০০ অতিথি

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

প্রসঙ্গত দিল্লিতে এক আর এক নৃশংস হত্যাকাণ্ড প্রকাশ্যে আসতেই সামনে এলে গাজিয়াবাদে ঘটে যাওয়া এই পুরনো অপরাধও৷ দিল্লির হত্যাকাণ্ডে লিভ ইন পার্টনারের হাতে তরুণীর নিহত হওয়ার অভিযোগ উঠেছে৷ পুলিশের দাবি, ৬ মাস আগে তরুণীকে খুন করে তাঁর দেহ ৩৫ টি টুকরোতে কেটে দিল্লির নানা অংশে ১৮ দিন ধরে ছড়িয়ে দেয় অভিযুক্ত যুবক৷ অন্যদিকে গাজিয়াবাদের কুশল পার্ক এলাকায় শনিবার ভোরে বিহারের সীতামারি অঞ্চলের এক বাসিন্দার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নিথর দেহ পুঁতে সেই জমি সিমেন্ট দিয়ে বাঁধিয়ে বসবাস ৪ বছর, যুবকের হত্যাকাণ্ডে ধৃত স্ত্রী ও তাঁর প্রেমিক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল