সূত্রের খবর অনুযায়ী, করোনা সংক্রমণ যে ভাবে দিন দিন বেড়ে চলেছে তার জেরে অক্সিজেন ও ভেন্টিলেটার্স যুক্ত বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ৷ মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে, কোভিড ১৯ সংক্রমণ যে হারে বাড়ছে সেই দিকে নজর রেখে বেডের সংখ্যা যেন দ্রুত বাড়ানো হয় ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য মানুষ যোধপুর, কোটা, বিকানের, উদয়পুর ও আজমের এসে থাকেন ৷ এর জেরে এই সমস্ত জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা মজবুত করার পাশাপাশি অক্সিজেন, আইসিইউ ও ভেন্টিলেটার্সের ১০০০ অতিরিক্ত বেড বাড়ানো হয়েছে ৷
advertisement
পাশাপাশি মাস্কের প্রয়োজনীয়তা, সামাজিক দূরত্ব বজায় রাখা, এবং যেখানে সেখানে থুথু না ফেলার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে হবে, জানিয়েছে সে রাজ্যের প্রশাসন ৷
রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে সেপ্টেম্বর মাসে রাজ্যে মৃত্যুর হার ০.৯ শতাংশের কম রয়েছে ৷ অগাস্ট মাসে মৃত্যুর হার ১ শতাংশের কম ছিল ৷