মৃত তরুণ মুম্বইয়ের বাসিন্দা ছিলেন বলে জানা গিয়েছে৷ চেন্নাইতে একটি স্পা-তে কাজ করতেন তিনি৷ অভিংশু পটেল নামের ওই তরুণ মৃত্যুর আগে হিন্দি ও ইংরেজিতে ফেসবুকে দুটি পোস্ট করেন৷ ২ জুলাইয়ের পোস্টে তিনি লিখেছিলেন, "আমি একজন ছেলে৷ সকলেই জানেন সে কথা৷ কিন্তু আমি যেভাবে হাঁটি, ভাবি, কথা বলি এমনকী আমার আদবকায়দা সবই মেয়েদের মতো৷ ভারতের মানুষ যা পছন্দ করে না৷"
advertisement
অন্যদিকে, ইংরেজি পোস্টটিতে তিনি লিখেছিলেন, "আমি সেই সব দেশের প্রতি গর্ববোধ করি যারা সমকামী ও রূপারন্তকামীদের সম্মান করে৷ ভারতেও যারা এদের সম্মান করেন তাদের প্রতিও আমি গর্বিত৷" তবে কোনও পোস্টেই আত্মহত্যার জন্য কাউকে দায়ী করেননি তিনি৷
এরপরই ৩ জুলাই চেন্নাইয়ের ইনজমবক্কাম সৈকতে এক তরুণের দেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় মানুষ৷ তার সহকর্মীরাই দেহ সনাক্ত করেন৷ অভিংশু নাকি প্রায়ই বলতেন, "আমি সমকামী সেটা আমার দোষ নয়৷ ভগবানের ভুল৷ নিজের জীবন ঘৃণা করি আমি৷"