এই ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ গৌরী লঙ্কেশের এমন পরিণতি মানতেই পারছেন না তাঁর ঘনিষ্ঠ ও প্রিয়জনেরা ৷ গোটা দেশের মত এমন ঘটনায় হতভম্ব কানহাইয়া, উমর খালিদ, শীলা রশিদ, জিগনেশ মেবানি ৷
বিভিন্ন সময় অভিভাবকের মত তাদের দিকে স্নেহের হাত বাড়িয়ে দিয়েছিলেন গৌরী ৷ দলিতদের অধিকার নিয়ে সরব জিগনেশ মেবানি থেকে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সংসদ নেতা ও বাম রাজনীতিতে বিশ্বাসী কানহাইয়া কুমার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শীলা রশিদ এবং জেএইউ-এর ছাত্র উমর খালিদ, এরা প্রত্যেকেই ছিলেন গোঁড়া হিন্দুত্বপন্থী চিন্তাধারা বিরোধী এই সাংবাদিকের সন্তানতুল্য ৷
advertisement
রোহিত ভেমুলার মৃত্যু বা দলিতদের প্রতি অত্যাচার, এই অন্যায়ের বিরুদ্ধে সব সময় সরব হয়েছেন জিগনেশ মেবানি ৷ বরাবর তাঁর এই কাজের প্রশংসা করেছেন ও সমর্থন যুগিয়ে এসেছেন গৌরী ৷ বিখ্যাত এই সাংবাদিক ও সমাজসেবী ছিলেন জিগনেশের আইডল ৷ কাজের সূত্রেই বিভিন্ন সময় গৌরীর সংস্পর্শে এসেছেন তিনি ৷ মঙ্গলবার রাতে এমন ঘটনা জানতে পারার পর থেকে ক্ষুব্ধ শোকস্তব্ধ ও হতভম্ব জিগনেশ ৷
সোশ্যাল মিডিয়ায় শোকের সঙ্গে সঙ্গে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন দলিত অ্যাকটিভিস্ট জিগনেশ মেবানি ৷ ট্যুইটারে তিনি লেখেন,
গৌরী লঙ্কেশের কতটা কাছের মানুষ ছিলেন কানহাইয়া, জিগনেশ, শীলা ও উমর খালিদ তা এই সমাজকর্মীর পোস্ট থেকেই স্পষ্ট ৷ জিগনেশ তাঁর পোস্টে লিখেছেন,
জিগনেশ তাঁর পোস্টের শেষে যোগ করেছেন, লঙ্কেশের এরকম নির্মমভাবে খুন হওয়ার পর দেশটা তাঁর কাছে অসহ্য হয়ে উঠেছে ৷ এই ঘটনার জন্য তিনি ফ্যাসিস্টদেরই দায়ী করেছেন ৷
পুত্রসম কানহাইয়াও লঙ্কেশ পত্রিকার এডিটর গৌরী লঙ্কেশের মৃত্যুতে শোকাহত ৷ ট্যুইটারে গৌরীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তরুণ বাম নেতা কানহাইয়া লেখেন,
বছর এক আগে তাঁর কঠিন সময়ে সমাজকর্মী ও সাংবাদিক গৌরী লঙ্কেশ যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার ৷ তিনি লিখেছেন,
ছাত্র নেত্রী শীলা রশিদও নিজের ক্ষোভ উগরে দিতে ফেসবুককে হাতিয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, ‘ভাবতে পারছি না ৷ বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলা গৌরী লঙ্কেশকেও কালবুর্গীর মতো হত্যা করা হল ৷ এখনও বিশ্বাস করতে পারছি না ৷’
জেএনইউ-এর অন্য ছাত্র নেতা উমর খালিদও একই কথা বলেছেন ৷ তিনি লিখেছেন,
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}