TRENDING:

সাংবাদিক গৌরী লঙ্কেশের নির্মম পরিণতিতে হতভম্ব-শোকাহত গৌরী ‘ঘনিষ্ঠ’ কানহাইয়া, উমর খালিদ

Last Updated:

সাংবাদিক গৌরী লঙ্কেশের নির্মম পরিণতিতে হতভম্ব-শোকাহত গৌরী ‘ঘনিষ্ঠ’ কানহাইয়া, উমর খালিদ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হল বেঙ্গালুরুর মহিলা সাংবাদিক গৌরী লঙ্কেশকে। হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে তীব্র আক্রমণ করেই নিয়মিত প্রতিবেদন লিখতেন গৌরী। পেশাগত কারণেই বারবার বিতর্কে জড়িয়েছেন। মঙ্গলবার রাত সাড় ৮ টা নাগাদ বাড়িতে ঢুকে তাঁকে হত্যা করে দুষ্কৃতীরা। ঘটনায় বিশেষ দল গঠন করে তদন্তে নেমেছে বেঙ্গালুরু পুলিশ। কমিশনারের কাছে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
advertisement

এই ঘটনার তীব্র নিন্দায় ফেটে পড়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ ৷ গৌরী লঙ্কেশের এমন পরিণতি মানতেই পারছেন না তাঁর ঘনিষ্ঠ ও প্রিয়জনেরা ৷ গোটা দেশের মত এমন ঘটনায় হতভম্ব কানহাইয়া, উমর খালিদ, শীলা রশিদ, জিগনেশ মেবানি ৷

বিভিন্ন সময় অভিভাবকের মত তাদের দিকে স্নেহের হাত বাড়িয়ে দিয়েছিলেন গৌরী ৷ দলিতদের অধিকার নিয়ে সরব জিগনেশ মেবানি থেকে জেএনইউ-এর প্রাক্তন ছাত্র সংসদ নেতা ও বাম রাজনীতিতে বিশ্বাসী কানহাইয়া কুমার, বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা শীলা রশিদ এবং জেএইউ-এর ছাত্র উমর খালিদ, এরা প্রত্যেকেই ছিলেন গোঁড়া হিন্দুত্বপন্থী চিন্তাধারা বিরোধী এই সাংবাদিকের সন্তানতুল্য ৷

advertisement

রোহিত ভেমুলার মৃত্যু বা দলিতদের প্রতি অত্যাচার, এই অন্যায়ের বিরুদ্ধে সব সময় সরব হয়েছেন জিগনেশ মেবানি ৷ বরাবর তাঁর এই কাজের প্রশংসা করেছেন ও সমর্থন যুগিয়ে এসেছেন গৌরী ৷ বিখ্যাত এই সাংবাদিক ও সমাজসেবী ছিলেন জিগনেশের আইডল ৷ কাজের সূত্রেই বিভিন্ন সময় গৌরীর সংস্পর্শে এসেছেন তিনি ৷ মঙ্গলবার রাতে এমন ঘটনা জানতে পারার পর থেকে ক্ষুব্ধ শোকস্তব্ধ ও হতভম্ব জিগনেশ ৷

advertisement

সোশ্যাল মিডিয়ায় শোকের সঙ্গে সঙ্গে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন দলিত অ্যাকটিভিস্ট জিগনেশ মেবানি ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘গণতন্ত্রের জন্য আজ কালো দিন ৷ এটা কি বিশ্বাস করা যায়? সিনিয়র জার্নালিস্ট এবং বন্ধু গৌরি লঙ্কেশকে আজ সন্ধেয় তাঁর বেঙ্গালুরুর বাড়িতে খুন করে ফেলা হয়েছে ৷ ৭টা গুলি করা হয়েছে ওকে ৷ ’

advertisement

গৌরী লঙ্কেশের কতটা কাছের মানুষ ছিলেন কানহাইয়া, জিগনেশ, শীলা ও উমর খালিদ তা এই সমাজকর্মীর পোস্ট থেকেই স্পষ্ট ৷ জিগনেশ তাঁর পোস্টে লিখেছেন, ‘এই তো সেদিনের কথা ৷ ২১ কি ২২ অগাস্ট কানহাইয়া, উমর খালিদ, শীলা আর আমি গিয়েছিলাম গৌরী লঙ্কেশের বাড়ি ৷ আমরা ওনার সন্তানের মতো ৷ উনি মজা করে বলতেন জিগনেশ আমার ভালো ছেলে আর কানহাইয়া দুষ্টু ৷ কিন্তু উনি আমাদের দু’জনেক সমান ভালবাসতেন ৷’

advertisement

জিগনেশ তাঁর পোস্টের শেষে যোগ করেছেন, লঙ্কেশের এরকম নির্মমভাবে খুন হওয়ার পর দেশটা তাঁর কাছে অসহ্য হয়ে উঠেছে ৷ এই ঘটনার জন্য তিনি ফ্যাসিস্টদেরই দায়ী করেছেন ৷

পুত্রসম কানহাইয়াও লঙ্কেশ পত্রিকার এডিটর গৌরী লঙ্কেশের মৃত্যুতে শোকাহত ৷ ট্যুইটারে গৌরীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে তরুণ বাম নেতা কানহাইয়া লেখেন, ‘শোকস্তব্ধ এবং দুঃখিত ৷ ভীরুর মতো এমন হত্যাকাণ্ডে ধিক্কার জানাচ্ছি ৷ গৌরী লঙ্কেশ আমার মায়ের মতো ছিলেন ৷ চিরজীবন আমার বুকে, আমার চিন্তাধারায় তিনি বেঁচে থাকবেন ৷’

বছর এক আগে তাঁর কঠিন সময়ে সমাজকর্মী ও সাংবাদিক গৌরী লঙ্কেশ যেভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেই ঘটনার স্মৃতিচারণ করেছেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংসদ নেতা কানহাইয়া কুমার ৷ তিনি লিখেছেন, ‘সত্যের শক্তি কী তা গৌরী লঙ্কেশের কাছেই আমার শেখা ৷ নিন্দার রাজনীতির বিরুদ্ধে তিনি ছিলেন অকুতোভয় ৷ তাঁর অসমাপ্ত লড়াই আমরা চালিয়ে যাব ৷ ’

ছাত্র নেত্রী শীলা রশিদও নিজের ক্ষোভ উগরে দিতে ফেসবুককে হাতিয়ার করেছেন ৷ তিনি লিখেছেন, ‘ভাবতে পারছি না ৷ বিজেপির বিরুদ্ধে আওয়াজ তোলা গৌরী লঙ্কেশকেও কালবুর্গীর মতো হত্যা করা হল ৷ এখনও বিশ্বাস করতে পারছি না ৷’

জেএনইউ-এর অন্য ছাত্র নেতা উমর খালিদও একই কথা বলেছেন ৷ তিনি লিখেছেন, ‘তিনি আমার কাছে শুধু সাংবাদিক নন ৷ জেএনইউ মুভমেন্টের একজন বড় সমর্থক ছাড়াও তিনি আমার আপনজন ৷ তিনি আমাকে তাঁর ছেলে বলে সম্বোধন করতেন ৷ ঘুমোও শক্তিশালী বন্ধু ৷ কমরেড, আমার মা... ৷’

বাংলা খবর/ খবর/দেশ/
সাংবাদিক গৌরী লঙ্কেশের নির্মম পরিণতিতে হতভম্ব-শোকাহত গৌরী ‘ঘনিষ্ঠ’ কানহাইয়া, উমর খালিদ