এদিন এই পরিষেবা উদ্বোধনের সময়ে প্রধানমন্ত্রী বলেন, এই ক্রুজটি ২৫টি বিভিন্ন নদীর মধ্য দিয়ে যাবে। যাঁরা ভারতের সমৃদ্ধ ঐতিহ্যের অভিজ্ঞতা নিতে চান, তাঁদের জন্য এটি দুর্দান্ত সুযোগ। এই যাত্রায় আমরা ভারতের ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব ছবি দেখতে পাব।
এই ক্রুজে ৫ স্টার রেস্টুরেন্টের মতো সুবিধা রয়েছে। গঙ্গা বিলাস ক্রুজে রেস্তোরাঁ, সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, জিম, স্পা, ওপেন-এয়ার অবজারভেশন ডেকের মতো পরিষেবা রয়েছে। ক্রুজে ১৮টি স্যুট থাকবে। এই স্যুটগুলি খুবই বিলাসবহুল। রেস্তোরাঁটিতে কয়েকটি বুফে কাউন্টার রয়েছে, যেখানে কন্টিনেন্টাল এবং ভারতীয় খাবার পরিবেশন করা হবে। এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় রিভার ক্রুজ। একজন অফিসার জানিয়েছেন, এই ক্রুজে পর্যটকদের জন্য সব বিলাসবহুল সুবিধা থাকবে। পর্যটকদের কোনো ধরনের সমস্যা হবে না।
advertisement
আরও পড়ুন, ১৯ জানুয়ারি রাজ্যে আসছেন নাড্ডা, নদীয়ায় করবেন সভা
আরও পড়ুন, বিপজ্জনক সেই বেসরকারি হোটেল ভাঙার কাজ শুরু, ধীরে ধীরে ক্ষতিপূরণ-জট কাটছে জোশীমঠে
বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের টিকিটের দাম কত হবে তা এখনও স্পষ্ট নয়। মানিকন্ট্রোলের এক প্রতিবেদনে ভ্রমণ সংস্থা আনতারা লাক্সারি রিভার ক্রুজেসের ভারতে সেলস এবং মার্কেটিং ডিরেক্টর কাশিফ সিদ্দিকী প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। তাঁদের তরফে থেকে বলা হয়েছে, দর্শনীয় স্থান এবং বিনোদন পরিষেবার জন্য দিতে হবে ৪২ হাজার টাকা। প্রতি রাতের মাথাপিছু খরচ ৮৫ হাজার টাকা। প্যাকেজের মোট খরচ ৪০ লাখ টাকা। গত বছর আগেই ৩৮ লাখ টাকায় টিকিট বিক্রি হয়েছিল।