TRENDING:

প্রকাশ্যে মূত্রত্যাগ করলেই পাওয়া যাবে ‘লজ্জার মালা’

Last Updated:

‘স্বচ্ছ ভারত’ অভিযান অনেক আগেই শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু এখনও সেভাবে টনক নড়েনি সাধারণ মানুষের মধ্যে ৷ যেখানে সেখানে ময়লা, খাবার, থুতু বা পানের পিক ফেলার কু-অভ্যাস এখনও যায়নি অধিকাংশ মানুষেরই ৷ জরিমানা করে বা অন্যান্য অনেকভাবে সচেতনতা বাড়িয়েও কোনও লাভ হচ্ছে না দেখে এবার গান্ধীগিরির রাস্তাতেই হাঁটছে পুলিশ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: ‘স্বচ্ছ ভারত’ অভিযান অনেক আগেই শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ কিন্তু এখনও সেভাবে টনক নড়েনি সাধারণ মানুষের মধ্যে ৷ যেখানে সেখানে ময়লা, খাবার, থুতু বা পানের পিক ফেলার কু-অভ্যাস এখনও যায়নি অধিকাংশ মানুষেরই ৷ জরিমানা করে বা অন্যান্য অনেকভাবে সচেতনতা বাড়িয়েও কোনও লাভ হচ্ছে না দেখে এবার গান্ধীগিরির রাস্তাতেই হাঁটছে পুলিশ ৷ হায়দরাবাদে  প্রকাশ্যে মূত্রত্যাগ ঠেকাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে পুলিশ ৷
advertisement

ফুটপাতে বা যেকোনও উন্মুক্ত স্থানে কাউকে প্রস্রাব করতে দেখলেই এখন থেকে তার গলায় ফুলের মালা পড়িয়ে দেবে ট্রাফিক পুলিশ! একেবারে লজ্জার মালা। এক পুলিশ অফিসার জানান, এরপর পুলিশ প্রকাশ্যে মূত্রত্যাগকারীদের অনুরোধ করবেন যেন তারা লজ্জার কাজটি না করে পাবলিক টয়লেটগুলো ব্যবহার করেন। কয়েকদিন ধরে এই উদ্যোগের ফলে ভালো ফলও পাচ্ছেন বলে জানাচ্ছে হায়দরাবাদ পুলিশ।  এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হায়দরবাদের মানুষও ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
প্রকাশ্যে মূত্রত্যাগ করলেই পাওয়া যাবে ‘লজ্জার মালা’