১২৩০১ হাওড়া – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস হাওড়া থেকে ৮ ও ৯ সেপ্টেম্বর ছেড়ে যাচ্ছে। ট্রেনটিকে গাজিয়াবাদ স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
১২৩১৩ শিয়ালদহ – নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ৮ ও ৯ সেপ্টেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে। ট্রেনটিকে গাজিয়াবাদে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
১২২৭৩ নিউ দিল্লি – হাওড়া দুরন্ত এক্সপ্রেস ৮ সেপ্টেম্বর হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটিকে গাজিয়াবাদে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
advertisement
১২৩৭৯ শিয়ালদহ – অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ৮ সেপ্টেম্বর শিয়ালদহ থেকে ছাড়বে। ট্রেনটিকে দিল্লি সাহাদারা স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়া হয়েছে।
১২৩৮০ অমৃতসর – শিয়ালদহ জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস ১০ সেপ্টেম্বর অমৃতসর থেকে ছাড়বে। ট্রেনটি বাদলি স্টেশনে দাঁড়াবে।
১২৩২৩ হাওড়া – বার্মার বাই উইকলি এক্সপ্রেস যেটি ৮ সেপ্টেম্বর হাওড়া থেকে ছাড়বে। ট্রেনটি দিল্লি সাহাদারা স্টেশনে দাঁড়াবে।
১৪০০৩ মালদহ- নিউ দিল্লি এক্সপ্রেস ৯ সেপ্টেম্বর মালদহ থেকে ছাড়বে। ট্রেনটি নিউ দিল্লি স্টেশনের পরিবর্তে দিল্লি স্টেশনে দাঁড়াবে।
১৪০০৪ নিউ দিল্লি – মালদহ এক্সপ্রেস নিউ দিল্লি স্টেশনের পরিবর্তে দিল্লি স্টেশন থেকে ১০ সেপ্টেম্বর ছাড়বে।
দিল্লিতে G20 সম্মেলন চলাকালীন ২০০-র বেশি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। ৯ সেপ্টেম্বর ৯০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বাতিল করা হবে ১০০-র বেশি প্যাসেঞ্জার ট্রেন। এর মধ্যে অধিকাংশ ট্রেনই চলে দিল্লি থেকে দক্ষিণ হরিয়ানার সোনিপত-পানিপথ, রোহতাক, রিওয়ারি ও পালওয়াল রুটে। এছাড়া ১১ সেপ্টেম্বর বাতিল থাকতে দিল্লি-রিওয়ারি এক্সপ্রেস স্পেশাল ও রিওয়ারি-দিল্লি এক্সপ্রেস স্পেশাল ট্রেন।