TRENDING:

Ayodhya Ram Mandir: সকাল থেকে ভিড়ে ঠাসা রামমন্দির! ভক্তদের জন্য খুলে দেওয়া হল দ্বার, কড়া নিরাপত্তা

Last Updated:

Ayodhya Ram Mandir: মন্দিরে নেই নিরাপত্তার কোনও খামতি৷ সেখানে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অযোধ্যা: গতকাল অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছে, আর মঙ্গলবার সকাল থেকেই সেই মন্দিরে শুরু হয়েছে আরতি দেখার ভিড়। সাধারণ মানুষের মধ্যে মন্দিরে দর্শনের আগ্রহ বেড়েছে৷ কালকেই লাখে-লাখে মানুষ জড়ো হয়েছিলেন অযোধ্যায়৷ আজ মন্দিরের দ্বার উন্মুক্ত হওয়ায়, সেখানে উৎসাহ বেড়েছে দ্বীগুণ৷
advertisement

আজ সকাল থেকে সাধারণের জন্য খুলে দেওয়া হয় মন্দির। রামলালা দর্শনের জন্য ভোর থেকে শুরু হয়ে যায় ভক্তদের ভিড়, উচ্ছ্বাস। এ দিন সকাল ৭টা থেকে খুলে দেওয়া হয় মন্দির। ঠান্ডা উপেক্ষা করে ভোরে সরযূ নদীতে ডুব দিয়ে পুজো দিতে উপস্থিত হন ভক্তরা। ভিড় ঠেলে রামলালার দর্শন পেয়ে উচ্ছ্বাসিত তাঁরা।

তবে মন্দিরে নেই নিরাপত্তার কোনও খামতি৷ সেখানে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে। ত্রিস্তরীয় ব্যারিকেড পার করার পর আছে সিকিউরিটি চেকিং। প্রথম দিনে রামলালার দর্শন পেতে সময় লাগছে প্রায় সাড়ে তিন ঘন্টা। তবু উৎসাহ ঘাটতি নেই দর্শনার্থীদের। সকাল থেকেই লাইনে থেকেছেন তাঁরা, রামলালার দর্শনপ্রার্থী হয়ে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে প্রাণপ্রতিষ্ঠা করা হয় রামলালার৷ মন্দির চত্ত্বরে সেই সময়ে উপস্থিত ছিলেন দেশের সমস্ত ক্ষেত্রের কৃতীরা৷ দুপুরে প্রাণপ্রতিষ্ঠার পর দীর্ঘ এক বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান হল৷ রামলালা ফিরে এলেন নিজের বাসস্থানে৷ রামলালা আর তাঁবুতে থাকবেন না, থাকবেন মন্দিরে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Ayodhya Ram Mandir: সকাল থেকে ভিড়ে ঠাসা রামমন্দির! ভক্তদের জন্য খুলে দেওয়া হল দ্বার, কড়া নিরাপত্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল