TRENDING:

75 Years of Independence| ১৯৪৭ সাল: তখন ফ্লাইট দিল্লি থেকে মুম্বই যেত ১৪০টাকায়, সোনার দাম ছিল ৮৮ টাকা প্রতি গ্রাম

Last Updated:

Price Rise in 75 Years: ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর কী কী জিনিস বিক্রি হয়েছিল কত দামে? দুধের দাম কত ছিল? তখন পেট্রোল কত টাকায় পাওয়া যেত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: দেশের ৭৬ তম স্বাধীনতা দিবস ৷ স্বাধীন ভারতের ৭৫ বছর পেরিয়ে কেমন রয়েছে দেশবাসী ৷ প্রতিদিনই প্রায় মূল্যবৃদ্ধির চাপে জর্জরিত সাধারণ মানুষ ৷ ঠিক কতটা দাম বেড়েছে জিনিসপত্রের এই ৭৫ বছরে? সেই সময় থেকে এই সময় দেখে নেওয়া যাক উল্লেখযোগ্য কিছু জিনিসের দাম৷ যা দেখে বোঝা যাবে দৈনন্দিন জীবনে কতটা খরচের সম্মুখীন হতে হচ্ছে দেশের মানুষকে ৷
advertisement

পোস্ট- ভারতীয় ডাক বিভাগের মতে, ১৫ অগাস্ট ১৯৪৭ সালে, একটি খামের ডাক ফি ছিল দেড় আনা, যার অর্থ হল ০৯ পয়সা ৷ পোস্টকার্ডের দাম ছিল ০৬ পয়সা। পরবর্তী দশ বছরে তার দাম বাড়লেও খুব কম। ১৯৫৭ সাল পর্যন্ত ভারতীয় ডাক বিভাগের ওজনের পরিমাপও ছিল এক।

ডলার - ১৯২৫ সাল পর্যন্ত ডলারের মূল্য ভারতীয় টাকার চেয়ে কম ছিল। দাম জানলে হয়তো অবাক হবেন। এক ডলার আমাদের .১ টাকা অর্থাৎ ১০পয়সার সমান ছিল। ১৯৪৭ সালে এক ডলার ৪.১৬ টাকার সমান হয়। ১৯৬৫ সাল পর্যন্ত এক ডলার ছিল ৪.৭৫ টাকা। এরপর তা বেড়ে দাঁড়ায় ০৬ টাকা ৩৬ পয়সা। এরপর তা বাড়তে থাকে। ১৯৮২ সালে ৯ টাকা ৪৪৬ পয়সা। তার পর এখন কোথায় তা সবার জানা।

advertisement

আরও পড়ুন Independence Day : জাতীয় পতাকার প্রথম রূপকার হেমচন্দ্র কানুনগো আজও ইতিহাসে উপেক্ষিত

সোনা - ভারতীয় পোস্ট গোল্ড কয়েন পরিষেবা অনুসারে, ১৯৪৭ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৮.৬২ টাকা। ১৯৪৭ সালের পর, সোনা এমন একটি পণ্য যার দাম অন্য সব কিছুর চেয়ে অনেক বেশি বেড়েছে।

advertisement

পেট্রোল- বর্তমানে পেট্রোলের দাম প্রায় ১০০ টাকা ছাড়িয়েছে। ১৯৪৭ সালে এর দাম ছিল মাত্র ২৭ পয়সা প্রতি লিটার।

বিমান ভাড়া - স্বাধীনতার সময়, দিল্লি থেকে মুম্বই ফ্লাইটের টিকিট ছিল ১৪০ টাকা। এখন যা ৫৫০০ টাকা বা তার বেশি।

দুধ- দুধের দাম তখন প্রতি লিটার ছিল ১২ পয়সা, এখন তা হয়েছে ৪৮ টাকা বা তার উপরে।

advertisement

১৯৪৭ সালে প্রকাশিত একটি বিজ্ঞাপন অনুসারে, সেই সময়ে ভারতে ফোর্ড কোম্পানির Buick 51 গাড়িটির দাম ছিল প্রায় ১৩০০০ টাকা। ১৯৩০ সালে, ফোর্ডের A মডেলের ফেটন গাড়িটি ভারতে প্রায় ৩০০০ টাকা দামে বিক্রি হয়েছিল।

আরও পড়ুন Independence Day : স্বাধীনতা আন্দোলনে দুবরাজপুর, এই ঐতিহাসিক কাহিনী অনেকের অজানা

১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত খাদ্যদ্রব্যের দাম এত বেড়েছে যে কেউ কল্পনাও করতে পারে না। উদাহরণস্বরূপ, চিনি আগে ৪০ পয়সা কেজি দরে বিক্রি হত, তারপরে আলু ২৫ পয়সা কেজি দরে, যদিও গ্রামেও এটি সস্তায় পাওয়া যেত। ১৯৪৭ থেকে ৭০ এর দশক পর্যন্ত আলু এবং সবজির দামে কোন উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি, কিন্তু তারপরে তারা দ্রুত বৃদ্ধি পায়। নব্বইয়ের দশকের পর মূল্যস্ফীতির অনেকটাই হয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

একই অবস্থা দেখা যাচ্ছে সাবান ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামেও। এখন ১৫-২০ টাকার নিচে কোনও সাধারণ সাইজের সাবান পাওয়া যাবে না, তাই ব্র্যান্ড অনুযায়ী তাদের দাম আরও বেড়ে যায়। কে ভাবতে পারে আগে একটা সাইকেল আসত মাত্র ২০ টাকায়। যাইহোক, এমনকি ৭০ এর দশক পর্যন্ত, ১৫০ টাকা পর্যন্ত সাইকেল পাওয়া যেত। এখন সিনেমার টিকিটের দাম অনেক বেড়েছে বলে মনে হচ্ছে, তবে সংবাদপত্রের দাম বাকিগুলোর তুলনায় খুব বেশি বৃদ্ধি পায়নি।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
75 Years of Independence| ১৯৪৭ সাল: তখন ফ্লাইট দিল্লি থেকে মুম্বই যেত ১৪০টাকায়, সোনার দাম ছিল ৮৮ টাকা প্রতি গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল