আরও পড়ুন উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা
দিল্লি থেকে শিরোমণি অকালি দলের সদস্যরা ঘুরে গিয়েছে এলাকা৷ পঞ্জাব সরকারও একটি দল পাঠিয়েছিল পরিস্থিতি খতিয়ে দেখতে৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরড সাংমার অভিযোগ, বহিরাগতদের উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে৷ তিনি আরও জানিয়েছেন, 'এটা কোনও সম্প্রদায়িক সম্প্রতির হানিকারক ঘটনা নয়, শুধুমাত্র একটি সম্প্রদায়ের বিচ্ছিন্ন সমস্যা৷ ঘটনাস্থল থেকে প্রচুর টাকা ও বিদেশি মদ পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে এর পিছনে কারও মদত রয়েছে', বলেছেন কনরড সংমা৷
advertisement
আরও পড়ুন পরপর গ্রেনেড হামলায় উত্তপ্ত কাশ্মীর, ৪ পুলিশসহ আহত ১৬
ইতিমধ্যেই তিনি যোগাযোগ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে৷ সবকরমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ শুক্রবার ও শনিবার উত্তপ্ত হয়ে ওঠে শিলং৷ ৪জনকে গ্রেফতার করা হয়েছে৷