TRENDING:

নতুন করে ছড়িয়েছে উত্তাপ, কার্ফু জারি শিলং-এ

Last Updated:

হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে শিলং৷ মেঘালয়ের রাজধানীর বেশকিছু জায়গায় জারি হয়েছে কার্ফু৷ মাঝে কিছুটা সিথিল হলেও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#শিলং: হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে শিলং৷ মেঘালয়ের রাজধানীর বেশকিছু জায়গায় জারি হয়েছে কার্ফু৷ বিকেল ৪ থেকে ভোর ৫ পর্যন্ত জারি থাকবে কার্ফু৷ মাঝে পরিস্থিতি কিছুটা সিথিল হলেও পুলিশের গাড়িতে হামলার ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে৷ পাঞ্জাবি অধ্যুষিত এলাকার বাসের এক খালাসিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়৷
advertisement

আরও পড়ুন উপনির্বাচনে ধাক্কা খেতেই এনডিএ-র অন্দরে কোন্দল প্রকট ! বিহারে ৪০ লোকসভা আসনে জেডিইউ চায় ২৫টা

দিল্লি থেকে শিরোমণি অকালি দলের সদস্যরা ঘুরে গিয়েছে এলাকা৷ পঞ্জাব সরকারও একটি দল পাঠিয়েছিল পরিস্থিতি খতিয়ে দেখতে৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরড সাংমার অভিযোগ, বহিরাগতদের উস্কানিতেই এমন ঘটনা ঘটেছে৷ তিনি আরও জানিয়েছেন, 'এটা কোনও সম্প্রদায়িক সম্প্রতির হানিকারক ঘটনা নয়, শুধুমাত্র একটি সম্প্রদায়ের বিচ্ছিন্ন সমস্যা৷ ঘটনাস্থল থেকে প্রচুর টাকা ও বিদেশি মদ পাওয়া গিয়েছে, যা প্রমাণ করে এর পিছনে কারও মদত রয়েছে', বলেছেন কনরড সংমা৷

advertisement

আরও পড়ুন পরপর গ্রেনেড হামলায় উত্তপ্ত কাশ্মীর, ৪ পুলিশসহ আহত ১৬

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ইতিমধ্যেই তিনি যোগাযোগ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর সঙ্গে৷ সবকরমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷ শুক্রবার ও শনিবার উত্তপ্ত হয়ে ওঠে শিলং৷ ৪জনকে গ্রেফতার করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
নতুন করে ছড়িয়েছে উত্তাপ, কার্ফু জারি শিলং-এ