TRENDING:

চার বছর বয়সে পাঁচবার জেলে গেছে এই শিশুকন্যা

Last Updated:

মাত্র চার বছর বয়সে পাঁচবার জেলে গেছেন ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে এর চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হল বিনা কোনও অপরাধেই এই নাবালিকা পাঁচবার জেলে গিয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: মাত্র চার বছর বয়সে পাঁচবার জেলে গেছেন ৷ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি ৷ তবে এর চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হল বিনা কোনও অপরাধেই এই নাবালিকা পাঁচবার জেলে  গিয়েছে ৷ ঘটনাটি উত্তরপ্রদেশের  আগ্রার ৷
advertisement

জানা গিয়েছে, এই মেয়েটির মা চোরেদের একটি দলের সদস্য ৷ যখনই কোনও অপরাধের জন্য ওই মহিলাকে গ্রেফতার করা হয় তখনই বাধ্য হয়ে তার ছোট মেয়েকেও জেলে রাখতে হয় পুলিশকে ৷

শুক্রবার আগ্রা জিআরপি যখন অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে তখন বাধ্য হয়ে তার চার বছরের মেয়েকেও পাঁচবারের জন্য জেলে পাঠাতে হয় ৷

advertisement

পুলিশ জানিয়েছে, এই বাচ্চাটির মা ট্রেনে চুরি করে এমন একটি দলের সঙ্গে যুক্ত ৷ ধৃতের নাম রেশমা ৷ পুলিশ আধিকারিক জানিয়েছে, এইবার যখন রেশমাকে গ্রেফতার করা হয় তখন তিনি পাঁচমাসের গর্ভবতী ছিলেন ৷ এরকম পরিস্থিতিতে রেশমা জেলেই সন্তানের জন্ম দেবে বলে মনে করা হচ্ছে ৷

রেশমা জানিয়েছেন, তার স্বামী সঞ্জু নেশা করে দিন কাটিয়ে দেন ৷ এবং বেশিরভাগ দিন মদ্যপ অবস্থায় বাড়ি ফিরে তাকে ও ছোট মেয়েকে মারধর করে থাকেন ৷ তাই যখনই রেশমা জেলে যান তখন মেয়েকেও সঙ্গে নিয়ে যান ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পুলিশের অনের শীর্ষ আধিকারিক তাঁকে চুরির পেশা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ৷ কারণ এর জন্য তার ছোট কন্যা সন্তানটিকেও জেলে রাত কাটাতে হচ্ছে ৷ কিন্তু মহিলা এখনও চুরির সঙ্গে যুক্ত রয়েছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
চার বছর বয়সে পাঁচবার জেলে গেছে এই শিশুকন্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল