TRENDING:

চার বছরের শিশুকন‍্যাকে মাটিতে ফেলে বেদম মার, হায়দরাবাদের স্কুলকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! ভিডিও দেখে শিউরে উঠল দেশ

Last Updated:

Hyderabad: চার বছরের শিশুকন‍্যাকে নির্মমভাবে মারধরের অভিযোগ স্কুলের মহিলা পরিচারিকার বিরুদ্ধে। হায়দরাবাদের একটি স্কুলে ঘটেছে এই ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: চার বছরের শিশুকন‍্যাকে নির্মমভাবে মারধরের অভিযোগ স্কুলের মহিলা পরিচারিকার বিরুদ্ধে। হায়দরাবাদের একটি স্কুলে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি প্রথম সামনে আসে যখন শিশুর বাবা-মা থানায় এসে শিশুকে মারধরের অভিযোগ জানান। তাঁদের দাবি, ক্লাসরুমের ভেতরে মারধর করা হয়েছে তাদের সন্তানকে।
চার বছরের শিশুকন‍্যাকে মাটিতে ফেলে বেদম মার, হায়দরাবাদের স্কুলকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! ভিডিও দেখে শিউরে উঠল দেশ
চার বছরের শিশুকন‍্যাকে মাটিতে ফেলে বেদম মার, হায়দরাবাদের স্কুলকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! ভিডিও দেখে শিউরে উঠল দেশ
advertisement

শিশুর বাবা-মায়ের অভিযোগ ইচ্ছাকৃতভাবে তাদের সন্তানকে মারধর করেছেন এই মহিলা। এরপরেই ঘটনার একটি ভিডিও পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই মহিলা ছোট মেয়েটিকে মাটিতে ফেলে মারধর করছে।

আরও পড়ুন: ৩০ জন আমন্ত্রিতকে নিয়ে ছিমছাম বিয়ে… দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধলেন সামান্থা! পাত্র ‘ফ‍্যামিলি ম‍্যান’ খ‍্যাত পরিচালক রাজ

advertisement

মহিলা শিশুটিকে একাধিকবার চড় মারেন, তাকে মাটির দিকে ঠেলে দেন এবং ঘুষি মারেন। এক সময় তিনি মেয়েটির গলা ধরে মারেন। ভাইরাল ক্লিপের শেষে দেখা যায়, মহিলা তার পা দিয়ে মেয়েটিকে মারছেন, যখন মেয়েটি মাটিতে পড়ে আছে।

আরও পড়ুন: ডিসেম্বর মাসে সূর্য, বৃহস্পতি-সহ ৫ গ্রহের গোচর, চর্তুগ্রহী যোগ…শেষ মাসেই মেষ সমেত ৫ রাশির বাম্পার লাভ, সোনায় মুড়বে কপাল

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যে রাঁধে সে চুলও বাঁধে! বাড়ি বসেই মোটা আয়ের দিশা দেখাচ্ছেন আসানসোলের গৃহবধূ
আরও দেখুন

ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযোগ দায়ের করা হয় এবং অভিযুক্ত স্টাফকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। একটি আলাদা ঘটনায়, যা কর্নাটকে ঘটেছে, সেখানে এক মেয়ে তার বৃদ্ধা মাকে জনসমক্ষে ঝগড়ার সময় মারধর করেছে। ওই ঘটনার ভিডিও, যা অনলাইনে ভাইরাল হয়েছে, তাতে দেখা যায় মেয়ে ঝগড়ার সময় বৃদ্ধা মাকে মাটিতে ফেলে দেয়। মহিলা উঠে দাঁড়ানোর চেষ্টা করলে, মেয়ে তাকে একাধিকবার চটি দিয়ে মারে এবং সবার সামনে মুখে আঘাত করে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চার বছরের শিশুকন‍্যাকে মাটিতে ফেলে বেদম মার, হায়দরাবাদের স্কুলকর্মীর বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ! ভিডিও দেখে শিউরে উঠল দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল