লেটেস্ট মডেলের চোখ ধাঁধানো স্মার্টফোন কেনার লোভে উপায় না দেখে চুরি করার সিদ্ধান্ত নেয় দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার পড়ুয়া ৷ টাকা না দিয়েই অনলাইন সংস্থার ডেলিভারি বয়ের থেকে স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালানোর ছক কষেছিল ওই চারজন ৷ কিন্তু পুলিশি তৎপরতায় অবশেষে ব্যর্থ হয় তাদের পরিকল্পনা ৷
উচ্চবিত্ত পরিবারের ওই চার যুবক দিল্লি বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও বিএ কোর্সের পড়ুয়া ৷ একই বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌজন্যে কয়েকমাস আগে তাদের বন্ধুত্ব হয় ৷
advertisement
এক মোবাইল কোম্পানির লেটেস্ট মডেলের ২৬ হাজার টাকার ফোন অনলাইন একটি সংস্থা থেকে অর্ডার দেয় ওই চার যুবক ৷ ডেলিভারি বয় ফোনটি সংশ্লিষ্ট ঠিকানায় দিতে এলে পরিকল্পনা মতো তাঁরা কাজ শুরু করে ৷
পুলিশকে সেলভন নামের ওই ডেলিভারি বয় জানিয়েছে, ফোনটি সাইটে দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পৌঁছানোর পর দুইজন যুবক তাঁকে বলে তাদের এক বন্ধু ফোনটি অর্ডার দিয়েছে কিন্তু সে এখানে থাকে না ৷ অভিযুক্তরা সেলভনকে সেই ঠিকানায় যাওয়ার নির্দেশ দেয় এবং বলে তারা তাঁকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে ৷
যুবকদের কথা ও আচরণে সন্দেহ হওয়ায় সেলভন তাদের বাইকের নম্বর টুকে রাখে ৷ এরপর এক ফাঁকা জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয় এবং ওই দুই যুবকের বাকি দুই সঙ্গীও সেখানে উপস্থিত ছিল ৷ সেলভনের অভিযোগ, চারজন মিলে তাঁকে প্রবল মারধর করে এবং ফোনের প্যাকেটটি ছিনিয়ে নিয়ে চলে যায় ৷