জওহরলাল নেহরুর কাজ ও বক্তৃতা নিয়ে একটি বই প্রকাশের অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, 'বিশ্বের দরবারে ভারতের ভদ্রতা ও গণতন্ত্রের সুনাম রয়েছে৷ ভারতকে এই রকম গড়ার জন্য দেশের প্রথম প্রধানমন্ত্রীকে আমাদের মনে রাখতেই হবে৷ নেহরু অননুকরণীয় স্টাইল, একাধিক ভাষা জ্ঞানের সঙ্গে আধুনিক ভারতের একাধিক বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিলান্যাস করেছিলেন৷ কিন্তু দুর্ভাগ্যবশত, সমাজের একটি অংশের মানুষের ইতিহাস পড়ার ধৈর্য নেই৷ তাঁরা নেহরুকে মিথ্যাচারি প্রমাণ করতে মরিয়া৷ তবে আমি নিশ্চিত, নেহরু নিয়ে ভুয়ো বক্তব্য খারিজ করবে ইতিহাসই৷'
advertisement
'কে ভারতমাতা?' নামক বইয়ের প্রকাশ অনুষ্ঠানে মনমোহন সিং বলেন, 'ভারতে গণতন্ত্র নিয়ে আসার পিছনে একমাত্র হাত পণ্ডিত জওহরলাল নেহরুর। তিনিই সব সময় চেয়েছিলেন যেন দেশের বৈচিত্র বজায় থাকে। এত ধর্ম, এত ভাষা এ দেশের গর্ব বলে তিনি মনে করতেন। দেশের এই কঠিন সময়ে দাঁড়িয়ে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। সমগ্র ভারত ও বিশ্বের সকলের কাছে এই বার্তা পৌঁছনো খুব জরুরি যে, পণ্ডিত নেহরু সাম্প্রদায়িক ভেদাভেদকে দূরে রেখে গান্ধির মতাদর্শে দেশকে চালনা করেছিলেন। আর তাতেই দেশে সম্প্রীতি বজায় ছিল।'