TRENDING:

Anant Ambani-Radhika Merchant wedding: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের আশীর্বাদে পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

Last Updated:

Former President of India Ram Nath Kovind and his family attended the Anant Ambani-Radhika Merchant Shubh Aashirwad function: শনিবার বিয়ের দ্বিতীয় দিনে বিবাহ নব দম্পতীকে আশীর্বাদ করার জন্য জিও কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও তাঁর পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: শুক্রবারই সম্পন্ন হয়েছে ভারতের বর্তমানের সবচেয়ে চর্চিত ও রাজকীয়৷ সেই অনুষ্ঠানের পর হয়েছে বিদায় পর্ব ও নব দম্পতীকে আশীর্বাদের পর্ব৷ সেই উপলক্ষেই শনিবার বিয়ের দ্বিতীয় দিনে বিবাহ নব দম্পতীকে আশীর্বাদ করার জন্য জিও কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও তাঁর পরিবার৷
অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
অনন্ত-রাধিকার আশীর্বাদ অনুষ্ঠানে উপস্থিত হলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
advertisement

গত শুক্রবার ১২ জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি তাঁর শৈশবের প্রেয়সী রাধিকা মার্চেন্টকে বিয়ে করেছেন। ২৯ বছরের রাধিকা বীরেন ও শায়লা মার্চেন্টের মেয়ে৷ শুক্রবার গ্র্যান্ড বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ ও বিদেশের তাবৎ সেলিব্রিটি, রাজনীতিবিদ, চলচ্চিত্র তারকা এবং ক্রিকেটাররা৷

আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়ের দ্বিতীয় দিনে নব দম্পতীকে আশীর্বাদ করতে জিও কনভেনশনে বসল চাঁদের হাট

advertisement

বিয়ের পরের দিনও আশীর্বাদ অনুষ্ঠানের জন্য হাজির ছিলেন কারদাশিয়ান এবং বচ্চন পরিবাররা৷ বিবাহের মুহুর্তের ভিডিও এবং রেড কার্পেটে অতিথিদের হেঁটে যাওয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ একটা ভিডিওতে আম্বানি এবং মার্চেন্ট পরিবারের সকল বড়দের আশীর্বাদ করতে দেখা যায়৷

আরও পড়ুন:অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে যাওয়ার জন্য উইম্বলডন থেকে সোজা মুম্বই এয়ারপোর্টে নামলেন সিড-কিয়ারা

advertisement

বিয়েতে অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং সালমান খান থেকে অজয় দেবগন, রণবীর কাপুর, আলিয়া ভাট, টাইগার শ্রফ এবং বরুণ ধাওয়ান সহ বলিউডের সেলিব্রিটিরাও উপস্থিত ছিলেন৷ বলিউড ছাড়াও কার্দাশিয়ান, নাইজেরিয়ান র‌্যাপার রেমা, প্রাক্তন ইউকে প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, তেল জায়ান্ট সৌদির কোম্পানি ‘আরামকো’র সিইও আমিন নাসের থেকে শুরু করে স্যামসং ইলেকট্রনিক্সের চেয়ারম্যান জে লি থেকে শুরু করে বিশ্বব্যাপী ব্যবসায়িক ব্যবসায়ীদের দেখা যায় এই রাজকীয় বিবাহ অনুষ্ঠানে। দেখা যায় ভারতীয় ক্রিকেট দলের অধিকাংশ রথী-মহারথীকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সপরিবারে উপস্থিত ছিলেন শচীন তেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনির মতো আইকনেরা৷ এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান সেনসেশন জসপ্রিত বুমরা, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবেরাও।

বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant wedding: অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের আশীর্বাদে পৌঁছলেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল