ধীরেন্দ্রর প্রশ্ন প্রাক্তন বিধায়ক হয়েই তাঁর যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কী হবে? কম মূলধনে ব্যবসা শুরু করার জন্য তিনি চায়ের দোকানের কথা ভেবেছেন৷
তবে ধীরেন্দ্রর এই চায়ের দোকানকে ভাল চোখে দেখেননি অনেকেই৷ তাঁদের মতে, বাধ্য হয়ে নয়, বরং চমক দেখাতেই চায়ের দোকান শুরু করেছেন এই প্রাক্তন বিধায়ক৷ সমালোচকদের মতে, উনি চমক দেখাতে ভালবাসেন৷ আগেও এ ধরনের কাজ তিনি করেছেন বলে গুঞ্জন৷
advertisement
২০১৮ সালে নির্বাচনের আগে সস্ত্রীক বনবাসে গিয়েছিলেন ধীরেন্দ্র৷ রায়গনের সড়কের পাশে ঝুপড়ি তৈরি করে স্ত্রীর সঙ্গে থেকেছিলেন ধীরেন্দ্র৷ সেই ঘটনার কথা ফের উঠে এসেছে আলোচনায়৷ তবে এ সব সমালোচনায় গুরুত্ব দিতে রাজি নন প্রাক্তন বিধায়ক ধীরেন্দ্র সিং৷ তিনি জানিয়েছেন, চায়ের দোকান থেকে তিনি যদি কোনও মুনাফা করতে পারেন, তাহলে তার সাহায্যে তিনি অন্যদের রোজগারের পথ খুলে দেওয়ার ব্যবস্থা করবেন৷