জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময় থেকেই বন্দি ওমর আবদুল্লাহরা৷ দিন কয়েক আগে তাঁদের বিরুদ্ধে জনসুরক্ষা আইন আনা হয়েছে৷ কয়েক মাস আগেই তাঁর একটি ছবি সামনে আসে৷ সেই ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল৷ গাঢ় নীল জ্যাকেট ও টুপি পরে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা সেই ছবিটা দেখে উদ্বেগ প্রকাশ করে বহু রাাজনৈতিক ব্যক্তিত্ব৷ দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
advertisement
এদিন ওমরের সঙ্গে দেখা করতে এসেছিলেন একজন সরকারি চিকিৎসক৷ তার পাশে দাঁড়িয়েই ছবি তোলেন ওমর৷ ছবিতে দেখা যাচ্ছে, ওমরের মুখে অনেকদিনের না কামানো দাড়ি৷ মাথায় চুলও কমেছে৷ গায়ে নীল-হলুদ পোশাক৷ ওমরের দল জম্মু ও কাশ্মীর ন্যাশানল কংগ্রেসের দাবি, ওমর এই বন্দিদশা শেষ করার আগে দাড়ি কামাবেন না৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 05, 2020 9:25 PM IST