প্রসঙ্গত শনিবার রাতে জঙ্গলে কান্নার শব্দ শুনে ওই মার্কিন মহিলাকে চেনবাঁধা অবস্থায় দেখতে পান স্থানীয় এক রাখাল। পরে তিনিই খবর দেন পুলিশকে। ওই মহিলার কাছে থেকে তামিলনাড়ুর ঠিকানার একটি আধার কার্ড পাওয়া যায়। আমেরিকার পাসপোর্টও উদ্ধার হয় তাঁর নামে। পুলিশ তাঁর নাম জানিয়েছে ললিতা কায়ি। গত ১০ বছর ধরে তিনি ভারতে আছেন। যদিও তাঁর ভিসার মেয়াদ পেরিয়ে গিয়েছে ইতিমধ্যেই।
advertisement
পুলিশ তাঁর নাম জানিয়েছে ললিতা কায়ি
উদ্ধার করার পর ওই মহিলাকে পড়শি রাজ্য গোয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তাঁর মানসিক সমস্যা আছে। তাঁর কাছ থেকে মেডিক্যাল প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে। সিন্ধুদুর্গ জেলার পুলিশ সুপার সৌরভ আগরওয়াল জানিয়েছেন, ললিতার লিখিত বয়ানের উপর ভিত্তি করে তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাঁর বিরুদ্ধে জীবন বিপন্ন করার পাশাপাশি প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগও আনা হয়েছে।
তবে সত্যিই ওই মহিলার প্রাক্তন স্বামী তাঁকে চেন দিয়ে বেঁধে রেখেছিলেন কিনা, সেই অভিযোগও খতিয়ে দেখছে পুলিশ। ললিতার লিখিত বিবৃতির দাবিও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর কাছে যে প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে, তা দেখে বোঝা যাচ্ছে তাঁর মানসিক রোগের চিকিৎসা চলছিল৷ পুলিশ আধিকারিকের সন্দেহ, তিনি স্কিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত৷ তাঁর স্বামী ও অন্যান্য আত্মীয়দের সন্ধানে চলছে পুলিশি তল্লাশি৷