এ দিন হরিয়ানা ছাড়াও গোয়ার রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের নতুন উপরাজ্যপালদের নিযুক্ত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু৷ গোয়ার নতুন রাজ্যপাল হলেন পুষাপতি অশোক গজপতি রাজু৷ অন্যদিকে লাদাখের উপরাজ্যপালের দায়িত্ব পেলেন বিজেপি নেতা কভিন্দর গুপ্ত৷
হরিয়ানার রাজ্যপাল হিসেবে বন্দারু দত্তাত্রেয়র স্থলাভিষিক্ত হবেন অসীম ঘোষ৷ আরএসএস ঘনিষ্ঠ এই বিজেপি নেতা ১৯৬৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩৮ বছর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপনা করেছেন। ১৯৯১ সালে তিনি বিজেপিতে যোগদান করেন। বহুদিন রাজ্য বুদ্ধিজীবী সেলের সদস্য ছিলেন।
advertisement
প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি অসীমকুমার ঘোষ৷
১৯৯৬ সালে অসীমবাবু রাজ্য সম্পাদক হন। ১৯৯৮ সালে রাজ্য সহ-সভাপতি হিসেবে মনোনীত হন। ১৯৯৯ থেকে ২০০২ পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত তিনি ত্রিপুরার পর্যবেক্ষকের দায়িত্বভার পালন করেছিলেন। ২০০৪-২০০৬ পর্যন্ত বিজেপির রাষ্ট্রীয় কর্মসমিতির সদস্য ছিলেন। বর্তমান রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের নির্বাচনের সময় তিনি বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হন।
অসীমকুমার ঘোষের আগে আর এক প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়কেও ত্রিপুরা এবং মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছিল৷
