সোমবার দিল্লির আদালত কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করেছে৷ সাজা ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর বা বুধবার৷ কুলদীপ সেঙ্গার ছাড়াও এই ঘটনায় আরেক অভিযুক্ত শশী সিংয়ের বিরুদ্ধেও চার্জ গঠন করেছে আদালত৷ উত্তরপ্রদেশের বাঙ্গেরমাওয়ের ৪ বারের বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গার৷ ২০১৯ সালের অগাস্টে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি৷ ২০১৭ সালে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে কুলদীপ সেঙ্গার৷ গত ৯ অগাস্ট সেঙ্গারের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত৷ তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, অপহরণ, মহিলাকে বিয়ের জন্য চাপ দেওয়া, ধর্ষণ-সহ একগুচ্ছ অভিযোগে চার্জ গঠন করা হয়৷
advertisement
চলতি বছরের ২৮ জুলাই উন্নাওয়ের রাস্তায় একটি ট্রাক ধাক্কা মারে ধর্ষিতা ও তাঁর পরিবারকে৷ গুরুতর আহত হন ওই মহিলা৷ পরিবার অভিযোগ করে, তাঁদের চক্রান্ত করে খুনের চেষ্টা করা হয়েছে৷ ধর্ষিতার বাবাকেও ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে৷ ৯ এপ্রিল বিচারবিভাগীয় হেফাজতেই মারা যান তিনি৷
২০১৭ সালের ৪ জুন ওই নাবালিকাকে সেঙ্গারের বাড়িতে নিয়ে যায় শশী সিং এবং সেঙ্গার ওই নাবালিকাকে ধর্ষণ করে। এফআইআর অনুযায়ী, ওই নাবালিকা প্রতিবাদ করলে তাঁকে হুমকি দেওয়া হয়, পুরো পরিবারকে উড়িয়ে দিয়ে তাঁকেও পুঁতে দেওয়া হবে। অভিযোগ, যখন তাঁকে ধর্ষণ করা হচ্ছিল, তখন ওই বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল শশী।
সুপ্রিম কোর্টের নির্দেশে ধর্ষিতা ও তাঁর পরিবারকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়া হয়৷ তাঁরা এখন দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকেন৷