TRENDING:

বুলেট ট্রেনের কথা ভুলে যান, নতুন ইঞ্জিনে রাজধানী-শতাব্দী এবার ছুটবে হাওয়ার গতিবেগে !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বুলেট ট্রেন কবে ভারতে চালু হবে, তা নিয়ে জল্পনার শেষ নেই ৷ আপাতত বুলেট ট্রেনের কথা ভুলে যান ৷ কারণ সেটি কবে চালু হবে তা তা কারোরই জানা নেই ৷ তবে বুলেট ট্রেনের স্বপ্ন জাগিয়ে তুলতে এবার এসে গিয়েছে নতুন ইঞ্জিন ৷ যার গতিবেগ ঘণ্টায় ২০০ কিমি-এর বেশি !
advertisement

advertisement

নতুন ইঞ্জিনে রাজধানী, শতাব্দীর মতো ট্রেনগুলি ছুটবে হাওয়ার গতিবেগে ৷ পাশাপাশি গতিমান এক্সপ্রেসের গতিও আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে রেলের ৷ ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছুটবে এই ট্রেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ভারতীয় রেলকে এই নতুন উপহার দিয়েছে বাংলার চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস। বুধবার এই কারখানা থেকেই বেরিয়েছে ভারতের প্রথম রেল ইঞ্জিন, যা ঘণ্টায় ২০০ কিলোমিটার গতিতে চলার সক্ষম। দেশের মধ্যে এই ধরনের ইঞ্জিন প্রথমবার তৈরি হল। ওয়্যাপ ফাইভ গোত্রের এই ইলেকট্রিক ইঞ্জিনটি অ্যারোডাইনামিক এবং এরগোনোমিক নকশায় তৈরি। এর ফলে এই ইঞ্জিন যেমন উচ্চগতি সম্পন্ন, তেমনই বিদ্যুতও অনেকাংশেই বাঁচবে। চালক এবং কর্মীদের সুবিধার জন্যও আরও উন্নত প্রযুক্তিও রয়েছে এই ইঞ্জিনে ৷ এই উচ্চগতি সম্পন্ন ইঞ্জিন দিয়েই ভবিষ্যতে রাজধানী, শতাব্দী, গতিমানের মতো ট্রেনগুলি চালানো হবে বলে রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বুলেট ট্রেনের কথা ভুলে যান, নতুন ইঞ্জিনে রাজধানী-শতাব্দী এবার ছুটবে হাওয়ার গতিবেগে !