TRENDING:

রায়গড়ের জঙ্গলে পাওয়া দেহ শিনারই: ফরেন্সিক রিপোর্ট

Last Updated:

শিনা বোরা হত্যা মামলায় নতুন মোড় ৷ অগাস্ট মাসে রায়গড় জঙ্গল থেকে পাওয়া মাথার খুলি ও হাঁড় যে শিনারই , সেটা স্পষ্ট হয়েছে AIIMS এর ফরেন্সিক রিপোর্টে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শিনা বোরা হত্যা মামলায় নতুন মোড় ৷ অগাস্ট মাসে রায়গড় জঙ্গল থেকে পাওয়া মাথার খুলি ও হাঁড় যে শিনারই , সেটা স্পষ্ট হয়েছে AIIMS এর ফরেন্সিক রিপোর্টে৷ ২০১৪ সালে হত্যা করা হয় শিনা বোরাকে ৷ শিনা খুনে মূল অভিযুক্ত তাঁর মা ইন্দ্রাণী মুখোপাধ্যায় ৷ ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে CBI তিন জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করবে বলে জানা গিয়েছে ৷ এরা তিন জন হলেন - ইন্দ্রাণী, ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না এবং ইন্দ্রাণীর গাড়ির চালক শ্যাম রাই ৷ আগামী কয়েকদিনের মধ্যেই এদের বিরুদ্ধে চার্জশিট দায়ের করা হবে ৷
advertisement

২০১২ সালে শিনাকে খুন করার পর মুম্বই থেকে ৮৪ কিলোমিটার দূরে রায়গড় জঙ্গলে গিয়ে ফেলা হয় দেহটি ৷ পরিচয় লুকোনোর জন্য প্রথমে তার দেহটি পুড়িয়ে ফেলা হয় ৷ এরপর বাকিটা মাটির তলায় পুঁতে দেওয়া হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল ৷এই পুরো ষড়যন্ত্রে ইন্দ্রাণীকে তার প্রাক্তন স্বামী ও গাড়ির চালক সাহায্য করেছে বলে অভিযোগ ৷ চলতি বছরের অগাস্ট মাসে রায়গড় জঙ্গলে উদ্ধার হয় শিনার হাঁড়ের টুকরো ৷ এরপর খুনের অভিযোগে ইন্দ্রণীকে ওই মাসেরই ২৫ তারিখ গ্রেফতার করা হয় ৷ ইন্দ্রাণী গ্রেফতার হওয়ার ঠিক এক দিন পর তার গাড়ির চালক শ্যাম রাইকে গ্রেফতার করে পুলিশ ৷ বর্তমানে দু’জনেই জেল হেফাজতে রয়েছে ৷ সিবিআই-এর এক আধিকারিক জানান, প্র্ত্যক্ষদর্শীর বয়ান, ফোনের কল রেকর্ড এবং DNA এর নমুনা সংগ্রহ করে অভিযুক্তদের বিরুদ্ধে অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে ৷ সেই ভিত্তিতেই চার্জশিট তৈরি করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
রায়গড়ের জঙ্গলে পাওয়া দেহ শিনারই: ফরেন্সিক রিপোর্ট