TRENDING:

Hathras stampede: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম

Last Updated:

Hathras incident: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় বাড়ল আরও মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১। হাসরস হাসপাতালে থাকা ৩৮টি মৃতদেহের মধ্যে ৩৪টিই পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাথরস: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় বাড়ল আরও মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবর পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২১। মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসরস জেলা হাসপাতাল, এটাহ হাসপাতাল, আলিগড় মেডিক্যাল কলেজ, কাশগন্জ এবং আগরা হাসপাতালে মৃতদেহদের নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, অধিকাংশ জায়গায় ময়নাতদন্তের কাজ প্রায় শেষ|
হাথরসে বাড়ল মৃতের সংখ্যা।
হাথরসে বাড়ল মৃতের সংখ্যা।
advertisement

হাসরস হাসপাতালে থাকা ৩৮টি মৃতদেহের মধ্যে ৩৪টিই পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। দু’টি দেহের শণাক্তকরণ এখনও বাকি। সারা রাত ময়নাতদন্ত চলেছে হাসপাতালগুলিতে। ভোরের মধ্যেই অধিকাংশ মৃতদেহ পরিবারের হাতে হস্তান্তর করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। সেই মতো অনেক দেহই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গ: স্টেশন থামতে ভুলে গেল বর্ধমান লোকাল! ফিরে এল যাত্রী নামাতে, চুঁচুড়ায় বিপত্তি

advertisement

বিস্তারিত তদন্তের জন্য দুর্ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম। আজ ১১টা নাগাদ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে আসার কথা যোগী আদিত্যনাথের।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

এ দিন হাথরসে একটি সৎসঙ্গ অনুষ্ঠানের শেষে এই পদপিষ্টের ঘটনা ঘটে৷ মৃতদের মধ্যে বেশ কয়েকটি শিশুও রয়েছে৷ তবে মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা৷ সৎসঙ্গের সভা শেষে সাধারণ মানুষ যখন অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে আসছিলেন, তখনই এই ঘটনা ঘটে৷ অতিরিক্ত ভিড়ের কারণেই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় বলে দাবি করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Hathras stampede: হাথরসে পদপিষ্ট হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২১, ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল