এই পুরস্কার নেওয়ার সময় ইশা তাঁর পরিবার এবং সন্তানদের প্রতি ভালবাসা জানান। এবং তাঁদের সাপোর্টের কথাও মেনে নেন। রিলায়েন্স ইন্ডাস্ট্রি লিমিটেডের ৪৫তম বার্ষিক জেনারেল মিটিংয়ে ২০২২ এর অগাস্ট মাসে মুকেশ আম্বানি তাঁর কন্যা ইশাকে রিলায়েন্স রিটেল বিজনেসের লিডার বলে ঘোষণা করেন।
আরও পড়ুন: চন্দ্রহারে মুক্তোর লকেট! চাঁদ ও শুক্রের অবস্থানে বিরল দৃশ্য আকাশে! ১০০ বছরে আর হবে না!
advertisement
ইশা আম্বানির বিয়ে হয় ২০১৮-এর ১২ ডিসেম্বর। আম্বানিরই এক বিলাসবহুল আবাসনে। ইশা এবং আনন্দের এঙ্গেজমেন্ট হয় ২০১৮-র সেপ্টেম্বরে ইটালিতে। উদয়পুরে হয় প্রিওয়েডিং। তাঁদের বিয়েতে বলিউড স্টার থেকে শুরু করে রাজনৈতিকবিদেরা এসেছিলেন। তাঁদের বিয়েতে কে না উপস্থিত ছিলেন। রাজনাথ সিং থেকে শুরু করে অমিতাভ বচ্চন, রজনিকান্ত, আমির খান, সচিন তেন্দুলকর কে না এসেছিলেন। মুকেশ আম্বানির তিন সন্তান। ইশা এবং আকাশ যমজ সন্তান। সব থেকে ছোট অনন্ত। আকাশের বিয়ে হয় ২০১৯ সালে।