advertisement
ট্যুইটারে সেই পায়ের ছাপের ছবিও পোস্ট করেছে ভারতীয় সেনা৷ সুবিশাল সেই পায়ের ছাপ সাইজে ৩২x১৫ ইঞ্চি৷ সেনা বলছে, নেপালে মাকালু বেস ক্যাম্পের কাছে দেখা গিয়েছে ইয়েতির পায়ের ছাপ৷ গত ৯ এপ্রিল ভারতীয় সেনার একটি পর্বতারোহী অভিযাত্রীদল প্রথমে দেখতে পায় সেই পায়ের ছাপ৷ ছবি তুলে তা পোস্টও করা হয়েছে ট্যুইটারে৷
বলা হয়, ইয়েতি নামক রহস্যময় প্রাণীটি বরফে ঢাকা মাকালু-বারুন ন্যাশনাল পার্কের আশপাশে ঘোরাঘুরি করে৷ ভারতীয় সেনা ট্যুইটারে লিখেছে, 'এই প্রথম, #IndianArmyMoutaineeringExpeditionTeam ইয়েতির পায়ের ছাপ দেখল৷ গত ৯ এপ্রিল ওই বিশাল পায়ের ছাপ আমরা দেখেছি৷ এই ন্যাশনাল পার্কে আগেও ইয়েতির অস্তিত্বের কথা শোনা গিয়েছে৷'
নেপালে বলা হয়, হিমালয়, সাইবেরিয়া, মধ্য ও পূর্ব এশিয়ায় ইয়েতি রয়েছে৷ কেউ দাবি করেন, তিনি ইয়েতি দেখেছেন৷ কারও বিশ্বাস, ও সব ক্লান্ত অভিযাত্রীদের চোখের ভুল৷