ভেজাল বা ক্ষতিকারক পদার্থযুক্ত খাবার খেয়ে মানুষ অসুস্থ হলে শাস্তির মেয়াদ ৭ বছরের কারদণ্ডের সঙ্গে ১০ লক্ষ টাকার আর্থিক জরিমানা, এই দুইই হতে পারে ৷ ক্ষতিকারক পদার্থযুক্ত খাবার খেয়ে মৃত্যু হলেই যাবজ্জীবন কারাদণ্ড সঙ্গে আরও কঠিনতম শাস্তি মিলবে ৷ এই মর্মেই নতুন আইনের সুপারিশ করা হয়েছে ৷
নতুন আইনের খসড়া অনুযায়ী কোনও রকমের দুর্নীতি বা দায়িত্ব জ্ঞান হীনতা মেনে নেওয়া হবে না ৷ পশুখাদ্যের ক্ষেত্রেও এই নতুন আইন বলবৎ হবে ৷ ফুড সেফটি বিভাগে প্রতি পাঁচ দিনে খাবারের মান নিয়ে রিপোর্ট পেশ করতে হবে ৷
advertisement
খাবারের মধ্যে যদি ভেজাল বা ক্ষতিকারক রাসায়নিক রং পাওয়া যায় সেই রিপোর্ট বিস্তারিত ভাবে ১০ দিনের মধ্যে জমা দিতে হবে ৷ এরফলেই কেবলমাত্র মিলতে পারে এই প্রবণতা থেকে মুক্তি ৷
আরও পড়ুন একই ছাদের তলায় শিবপুজো ও কোরাণপাঠ, সম্প্রীতির অন্য নজির ঝাড়গ্রামে