রেলের ভান্ডারে থাকা বিপুল সংখ্যক ঐতিহ্যবাহী ও প্রাচীন সম্পত্তিগুলির রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও যথাযথ যত্নের কাজে নিজেদের প্রাক্তন কর্মীদেরই পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অবসরপ্রাপ্ত, ৬৫ বছরের কম বয়সী কর্মীদের হাতে ঐতিহ্যবাহী সম্পত্তিগুলির রক্ষণাবেক্ষণের ও হাল ফেরানোর দায়িত্ব তুলে দিতে চায় রেল। সূত্রের খবর, এর জন্য দৈনিক ১২০০ টাকা বেতন ছয় মাসের চুক্তিতে পুরনো ইচ্ছুক কর্মচারীদের পুনর্নিয়োগ করা হবে। অবসরপ্রাপ্ত সম্পত্তির দেখভালের দায়িত্বে নিযুক্ত হবেন অবসরপ্রাপ্তরাই।
advertisement
আরও পড়ুন
ট্রেনের রান্নাঘরে কড়া নজর, মোবাইলেই দেখুন কীভাবে হচ্ছে রান্না !
অন্যদিকে, রেলের গ্রুপ সি ও গ্রুপ ডি বিপুল পরিমাণ নিয়োগপত্র জমা পড়ায় পরীক্ষা কবে নেওয়া হবে সেই নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা ৷ মে মাসের মাঝামাঝি হয়ে গেলেও এখনও ঘোষিত হয়নি পরীক্ষার কোনও সূচি ৷ অথচ রেলের নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, এপ্রিল-মে মাস নাগাদ হবে রেলের কম্পিউটার বেসড টেস্ট ৷
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সূত্রে খবর, অগাস্ট মাস নাগাদ বিভিন্ন তারিখে নেওয়া হতে পারে পরীক্ষা ৷ জুলাই মাস নাগাদ অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীদের কাছে পাঠানো শুরু হতে পারে ৷