TRENDING:

Foods to avoid in Winter: শীতকালে দেখা দেয় নানা সংক্রমণ, হাঁপানি,পেটের সমস্যা... সুস্থ থাকতে এই ৫ খাবার এড়িয়ে চলুন

Last Updated:

শীতে যেমন চুটিয়ে খাওয়া যায়, তেমনি শীতেই হানা দেয় নানা রোগ-ব্যধি। কাজেই খাবার ব্যাপারে সতর্ক হন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রতিটি ঋতুরই যেমন নিজস্ব মাধুর্য আছে, তেমনই আছে কিছু সমস্যাও। শীতকাল একদিকে যেমন নানাবিধ খাবারের ডালি সাজায়, তেমনই অনেকের জন্য তা হজমের সমস্যারও উদ্রেক করে থাকে। দেখে নেওয়া যাক অতএব শীতে কোন কোন খাবার নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
Perfect diet for winter
Perfect diet for winter
advertisement

অতিরিক্ত ক্যাফেইন– শীতকালে হট কফির জবাব নেই সত্যি, তবে অতিরিক্ত হট কফি আমাদের স্বাস্থ্যের অবস্থা খারাপ করে দিতে পারে। তাই হট কফি খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল ও হার্বাল টি খেতে হবে।

ভাজাভুজি— যাঁদের অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার অভ্যাস রয়েছে তাঁরা শীতকালে ভাজাভুজি এড়াতে গ্রিল করা বা বেক করা খাবার খেতে পারেন। এতে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা কমে যায়। এর পাশাপাশি অবশ্যই আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে।

advertisement

মিষ্টি — শীতকালে অতিরিক্ত মিষ্টি খাওয়ার প্রবণতা আমাদের দেশে অনেক দিনের। তবে অতিরিক্ত মিষ্টি খাওয়ার আগে ওজন সম্পর্কে সতর্ক থাকতে হবে। প্রাথমিক ভাবে মিষ্টি আমাদের এনার্জি দিলেও দীর্ঘসময়ের ব্যবধানে তা ক্ষতিকর প্রমাণিত হতে পারে।

দুগ্ধজাত পণ্য– যে কোনও দুগ্ধজাত পণ্য আমাদের শরীরের জন্য উপকারী তবে শীতকালে অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে তা থেকে শরীরের নানন সমস্যা হতে পারে। এর জন্য বিকল্প হিসেবে আমন্ড দুধ বা সোয়া দুধ ব্যবহার করা যেতে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কাঁচা সবজি— কাঁচা সবজি নিঃসন্দেহে খাওয়া ভাল। তবে শীতকালে অতিরিক্ত পরিমাণে কাঁচা সবজি খেলে তা থেকে হজমের সমস্যা হতে পারে। তাই কাঁচা সবজির পাশাপাশি প্রচুর পরিমাণে সেদ্ধ করা বা রান্না করা সবজি খাওয়া উচিত।

বাংলা খবর/ খবর/দেশ/
Foods to avoid in Winter: শীতকালে দেখা দেয় নানা সংক্রমণ, হাঁপানি,পেটের সমস্যা... সুস্থ থাকতে এই ৫ খাবার এড়িয়ে চলুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল